Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8073
১.যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি তাকে বলে- জীববৈচিত্র্যের হটস্পট।
২.পরিপাক ও পরিবহণের কাজ সম্পন্ন করে- সিলেন্টেরন।
৩. ঘাসফড়িংয়ের বক্ষীয় বহিঃকঙ্কালের টার্গামসমূহের সাধারণ নাম – নোটাম।
৪. পাকস্থলীর যে অংশ ডিওডেনাম উন্মুক্ত হয়- পাইলোরাম।
৫.বৃহদন্ত্রের অংশ হলো – সিকাম ।
৬. পালমোনারি ধমনি ও ডান নিলয়ের সংযোগস্থল অবস্থিত – পালমোনারি কপাটিকা।
৭. যক্ষ্মা রোগ হলে শিশুদের দিতে হয় – বি.সি. জি টিকা।
৮. অভিস্রবণ প্রক্রিয়ায় পানি পুনঃ শোষিত হয়-হেনলির লুপে।
৯. পেশি অস্থির সাথে যুক্ত থাকে – কন্ডরা বা টেন্ডন দ্বারা ।
১০. বৈদ্যুতিক সিন্যাপস পাওয়া যায় –হৃদপিণ্ড ও মস্তিষ্কে।
১১. ভ্রুণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে- অ্যামনিওন।
১২. দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত -৯:৭।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    455 Views
    by rana
    0 Replies 
    372 Views
    by apple
    0 Replies 
    376 Views
    by shihab
    0 Replies 
    379 Views
    by rajib
    0 Replies 
    381 Views
    by rajib

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]