Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7336
উদ্ভিদবিজ্ঞান
১. দ্বিপদ নামের প্রবর্তক – লিনিয়াস।
২. আদিকোষের কোষ বিভাজন – অ্যামাইটোসিস প্রক্রিয়ায়।
৩. নিউক্লিয়োলাস – RNA ও প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে।
৪. ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে ভাগ করা যায় – তিনটি ধাপে।
৫. RNA থেকে DNA সৃষ্টি প্রক্রিয়া হলো – রিভার্স ট্রান্সিক্রিপশন।
৬. প্রোটিনকে বলা হয় – জীবনের ভাষা।
৭. কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে – ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে।
৮. ক্রসিং ওভারের গুরুত্ব – জেনেটিক ম্যাপ তৈরি করা।
৯. উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে - সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট।
১০. গ্লুকোজ – একটি রিডিউসিং শ্যুগার যা বিজারণক্ষম শর্করা।
১১. মানুষের রক্তে – গ্যামিটোসাইট ৭ দিনের বেশি বাঁচে না।
১২. Plasmodium malariae প্রজাতির সুপ্তাবস্থার সময়কাল – ১৮-৪০ দিন।

প্রাণিবিজ্ঞান
১৩. নিমারটিয়ান – সামুদ্রিক প্রাণিগোষ্ঠী।
১৪. ইউরোপিয়ান চড়ুই পাখির নাম – Passer domesticus.
১৫. Cnidaria পর্বকে ভাগ করা হয়েছে – চারটি শ্রেণিতে।
১৬. Echinodermata পর্বের - সকল সদস্যই সামুদ্রিক।
১৭. হাইড্রার দেহ – অরীয় প্রতিসম।
১৮. হাইড্রার বিশেষ চলন পদ্ধতি – লুপিং।
১৯.পৃথিবীতে ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে – প্রায় বিশ হাজার প্রজাতির।
২০. পুরুষ ঘাসফড়িংয়ের উদরের – ৯ম খণ্ডাংশে পুংজনন ছিদ্র বিদ্যমান।
২১. আরশোলার উদরে – ১০ টি খণ্ড রয়েছে।
২২. রুইমাছের প্রত্যেক বক্ষ পাখনার – ১৭-২৮টি রশ্মিযুক্ত।
২৩. যকৃত থেকে উৎপন্ন হয় – পিত্তরস।
২৪. মানবদেহের যকৃতের ওজন – দেহের ওজনের ৩-৫%।
২৫. বৃহদন্ত্রের দৈর্ঘ্য – প্রায় ১.৫ মিটার।
২৬. প্রতি ১০০ মিলিলিটার রক্তে - প্রায় ১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    1370 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]