Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7063
আলোর প্রতিসরণের কিছু উল্লেখ্য কিছু ব্যবহারঃ-
১।দেখার কাজে (চোখের দর্শন ক্রিয়া)
২। ক্যামেরা দিয়ে ছবি তোলা
৩। মাইক্রোস্কোপ দিয়ে অতিক্ষুদ্র জিনিস বড় করে দেখা , টেলিস্কোপের সাহায্য দূরের জিনিস কাছে দেখা।
৪। স্বাস্থ্যক্ষেত্রে ও টেলিকমিউনিকেশনে যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা সেটাও প্রতিসরণের কারণে ।
৫। এ্যাকুরিয়ামে মাছ দেখায়
৭। চোখের দৃষ্টি ত্রুটি করতে।
৮। গোধুলির কারণ
৯। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
১০। চাঁদ দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখা


পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের কিছু ঘটনাঃ-
১। মরীচিকা
২। অপটিক্যাল ফাইবারে আলোক সংকেত
৩। হীরক উজ্জল দেখা

বিক্ষেপণ কিছু ঘটনাঃ-
১। আকাশ নীল দেখা
২। সমুদ্র নীল দেখা

দর্পন প্রধানত দুই প্রকারঃ-
১. সমতল দর্পন
২।গোলীয় দর্পন

আবার গোলীয় দর্পন দুই প্রকারঃ-
১. অবতল
২. উত্তল দর্পন

দুটি গোলীয় পৃষ্ট দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
লেন্স দুই প্রকার । যথা:
১. উত্তল লেন্স বা অভিসারী লেন্স
২. অবতল লেন্স বা অপসারী লেন্স।

প্রতিবিম্ব দুই প্রকার । যথা
১. বাস্তব প্রতিবিম্ব
২. অবাস্তব প্রতিবিম্ব।

*নীল আলোর বিক্ষেপন বেশি ।
*বেগুনি আলোর প্রতিসরণ বেশি
*লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
*বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম।
*রংধনু সৃষ্টির সময় পানির কণা গুলো
- প্রিজমের মতো কাজ করে।
*ছয়টি পৃষ্ট দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যকে
- প্রিজম বলে
*রংধনু সৃষ্টির কারণ
- বৃষ্টির কণা
*দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কারণ?
- পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে।
*একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে কেমন দেখাবে ?
- কালো
*সবুজ আলোতে একটি হলুদ ফুলকে কেমন দেখাবে ?
- কালো ।
*শহরের রাস্তাায় ট্রাফিক লাইটে যে ক্রম অনুসারে আলো জ্বলে
- লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
*ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ আছে?
- সিলভার ব্রোমাইড বা সিলভার আয়োডাইড ।
*আয়নার পেছনে কিসের প্রলেপ দেয়া হয়
- সিলভার
*বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
- আয়ানোষ্ফিয়ার।
*কোন তিনটি বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ তৈরি হয়?
- লাল , নীল , সবুজ
*পশ্চিমাকাশে রংধনু দেখা যায় কোন সময়?
- সকালে
*যে মসৃন তলে আলোর নিয়মিতপ্রতিফলন ঘটে তাকে কি বলে?
- দর্পন
*পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ বসানো হয়?
- ৪৫ ডিগ্রি
*হীরকের সংকট কোণ কত ?
- ২৪ ডিগ্রি
*সাদা আলো যে ৭টি বর্ণের আলোর সমষ্টি বা আলোর বর্ণালি কে আবিষ্কার করেন ?
- নিউটন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]