Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7062
পদার্থ বিজ্ঞান [আলোর প্রতিফলন]
১.কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি?
- বেগুনি
২.কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম?
- লাল
৩.কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি?
- লাল
৪.কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম?
- বেগুনি
৫.কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি?
- বেগুনি
৬.কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম?
- লাল
৭.কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
- বেগুনি
৮.কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
- লাল
সিদ্ধান্ত : যে আলোর তরঙ্গ দৈর্ঘ কম তার প্রতিসরণ ও বিক্ষেপণ এবং বিচ্যুতি বেশি
৯.সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি?
- বেতার তরঙ্গ
১০.সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি?
- গামা রশ্মি
১১.লাল আলোতে নীল রংঙের ফুল কেমন দেখায়?
- কালো
১২.লাল আলোতে সবুজ রংঙের ফুল কেমন দেখায়?
- কালো
১৩.লাল আলোতে লাল রংঙের ফুল কেমন দেখায়?
- লাল
১৪.নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল কেমন দেখায়?
- নীল
১৫.নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখায়?
- কালো
১৬.কোন রংঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি?
- কালো
১৭.কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা কম?
- সাদা
১৮.পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ–
- আলোর প্রতিসরণ
১৯.আকাশ নীল দেখার কারণ কী ?
- নীল আলোর বিক্ষেপণ বেশি বলে
২০.সমুদ্রকে নীল দেখার কারণ
- আপাতিত সূর্যরশ্মির বিক্ষেপণ
২১.সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
- সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভাসমান ধূলিকণা ও বাতাসের অন্যান্য উপাদান সূর্যরশ্মির নীল প্রান্তের কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণকে বেশি বিক্ষিপ্ত করে ও লাল প্রান্তের বেশি তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণকে কম বিক্ষিপ্ত করে। ফলে সূর্যকে লাল দেখায়।
২২.সড়কে বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন ?
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ বেশি বলে।
২৩.প্রখর রোদে পিচ ঢালা রাস্তা পানি সিক্ত মনে হওয়ার কারণ
- আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
২৪.অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে ?
- আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

দর্পণের ব্যবহার
সমতল দর্পন
১। সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি ।
২। চোখের ডাক্তারগন রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে দর্পন ব্যবহার করে থাকেন ।
৩। সমতল দর্পণ ব্যবহার করে পেরিস্কোপ তৈরি করা যায় ।যার সাহায়ে ভীড়ের মধ্যে খেলা দেখা ,উঁচু দেয়ালের উপর দেখা, শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ ইত্যাদি কাজে পেরিস্কোপ ব্যবহার করা হয় ।
৪। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয় ।
৫। বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমন-টেলিস্কোপ, ওভারহেড প্রজেক্টর, লেজার তৈরি করতে ।
৬। নাটক, চলচ্চিত্র ইত্যাদির সুটিং এর সময় সমতল দর্পন দিয়ে আলো প্রতিফলিত করে কোন স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয় ।

অবতল দর্পন
১। রুপচর্চা ও দাঁড়ি কাঁটতে ব্যবহার করা ।
২। দন্ত চিকিত্সকগণ ব্যবহার করেন
৩। টর্চলাইট, স্টিমার বা লঞ্চের সার্চলাইটে প্রতিফলক হিসেবে।
৪। আলোক ও তাপশক্তি ইত্যাতি কেন্দ্রীভূত করে কোন বস্তুকে উত্তপ্ত করতে , রাড়ার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয় । যেমন ডিশ এ্যান্টেনা , সৌরচুল্লি টেলিস্কোপ এবং বাড়ার সংগ্রাহক ইত্যাদিতে ।
৬। ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পরীক্ষা করার জন্য ।

উত্তল দর্পন
১। পিছনের যানবহন বা পথচারী দেখার জন্য গাড়ীতে এবং বিয়ের সময় ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয় ।
২। বিস্তৃত এলাকা দেখা যায় বলে দোকান বা শপিংমলে নিরাপত্তার কাজে উত্তল দর্পন ব্যবহার করা হয় ।
৩।প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে এ দর্পন ব্যবহৃত হয় ।
৪। রাস্তার বাতিতে প্রতিফলক রুপে।

অবতল লেন্স
১। সিনেমাস্কোপ প্রজেক্টরে
২। চোখের হ্রস ত্রুটি দূর করতে ।

উত্তল লেন্স:
১ । চোখের দীর্ঘ ত্রুটি দূর করতে।

টরিক লেন্স
১। নকুলন্ধা দূর করতে।
২। বাই ফোকাল লেন্স
৩। চালশে ত্রুটি করতে।

৪.মানুষের চোখের লেন্স
- দ্বি-উত্তল
৫.লেন্সের ক্ষমতার একক
- ডায়প্টার ।
৬.মানুষের স্পষ্ট দর্শনের দূরত্ব
- প্রায় ২৫সেমি।

৭.দর্শানুভুতির স্থায়িত্বকাল
- ০.১ সেকেন্ড।
৮.রড কোষ ও কোণ কোষ কোথায় অবস্থিত?
- রেটিনায়
৯.কোথায় আলো পড়লে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় ফলে মস্তিকে দর্শনের অনুভুতি জাগে?
- রেটিনায়।
১০.অ্যাকুয়াস হিউমার কোথায় অবস্থিত?
- কর্ণিয়া ও চক্ষু লেন্সের মাঝে ।
১১.ভিট্রিয়াস হিউমার কোথায় অবস্থিত
- রেটিনা ও চক্ষু লেন্সের মাঝে । [এগুলো থেকেই অশ্রু ঝরে।]
১২.মৌলিক বর্ণ কয়টি ?
-৩টি। ( নীল,সবুজ ,লাল)
মনে রাখার টেকনিকঃ আসল < আ> আসমানী(নীল), স> সবুজ,,,, ল>>লাল। এই বর্ণগুলোকে মৌলিক বর্ণ বলা হয় কারণ এগুলোর জন্য চোখের রেটিনার কোণ কোষে ৩টি আলাদা আলাদা সংবেদী কোণ কোষ আছে।
১৩.চোখের ত্রুটি প্রধানত কত প্রকার?
২ প্রকার। যথাঃ-
১.হ্রস দৃষ্টি ত্রুটি
২. দীর্ঘ দৃষ্টি ত্রুটি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]