Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6967
১. সূর্য এবং তার গ্রহ ,উপগ্রহ ,গ্রহাণুপুঞ্জ ,অসংখ্য ধুমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগত্ গঠিত।
২. সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে।
৩. গ্রহ গুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে।
৪. সৌর জগতের যাবতীয় গ্রহ-উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য।
৫. খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে জ্যোতিষবিদ এ্যারিস্ট্রোক্যাট বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
৬. ষোড়শ শতাব্দীতে নিকোলাস কোপার্নিকাস বলেন যে সূর্য সৌরজগতের কেন্দ্র অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে।
৭. নিকোলাস কোপারনিকাস কে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়।
৮. কোপার্নিকাস সেটি প্রমাণ করে যেতে না পারলেও তার মৃত্যুর পরে তত্ত্বটি প্রথম প্রমাণ করেন গ্যালিলিও।
৯. সূর্যের মোট গ্রহ ৮ টি।
১০. সূর্য
-সূর্য একটি উত্তপ্ত নক্ষত্র
-সূর্যের বর্ণ হলুদ
-সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুন বা ১.৩ মিলিয়ন গুন বড়।
-নিজ অক্ষের উপর সূর্যের একবার আবর্তন করতে সময় লাগে ২৫ দিন।
১১. বুধ
-সৌরজগতের ক্ষুদ্রতম, সূর্যের নিকটতম ও দ্রুততম গ্রহ। এই গ্রহে কোন বায়ুমণ্ডল নেই।
-নামকরণ করা হয়েছে রোমান বাণিজ্য দেবতার নাম অনুসারে।
-সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ৮৮ দিন।
১২. শুক্র
-সৌরজগতের উষ্ণতম/উত্তপ্ত উজ্জ্বল গ্রহ।
-পৃথিবীর নিকটতম গ্রহ এবং একে পৃথিবীর জমজ গ্রহ নামে অভিহিত করা হয়।
-নামকরণ রোমান ভালোবাসার ও সৌন্দর্য দেবী নাম অনুসারে।
-শুক্র ভোরের আকাশের শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা নামে পরিচিত।
-সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ২২৫ দিন।
১৩. পৃথিবী
-এটি অভিগত গোলক এর ন্যায়। অভিগত অর্থ উত্তর-দক্ষিণে সামান্য চাপা এবং পূর্ব-পশ্চিমে সামান্য স্ফিত।সৌরজগতের গ্রহ গুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।
-পৃথিবীর পরিধি ৪০,০৭৫ কিলোমিটার।
-পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য এবং সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী।
-সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৩৭ সেকেন্ড।
-পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার।
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
-পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
১৪. চাঁদ
-পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩৮৪৩৯৯ কিলোমিটার।
-আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সময় লাগে ১.৩ সেকেন্ড।
-আয়তনে পৃথিবী চাঁদের চেয়ে ৫০ গুন বড়।
-ব্যাস এ পৃথিবী চাঁদের চেয়ে চার গুণ বড়।
১৫. সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ এর অবস্থান সূর্যগ্রহণ ।
১৬. সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবীর অবস্থান চন্দ্রগ্রহণ।
১৭. চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান অমাবস্যা তিথি।
১৮. পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ মুখ্য জোয়ার।
১৯. কেন্দ্রাতিগ শক্তি গৌণ জোয়ার।
২০. তেজকটাল
-চন্দ্র ,সূর্য ও পৃথিবী একই সমতলে থাকে।
-অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সংঘটিত হয়।
২১. মরাকটাল
-চন্দ্র, সূর্য ও পৃথিবী সমকোণে থাকে।
-অষ্টমী তিথিতে সংঘটিত হয়।
২২. মঙ্গল
-মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকায় এটি লালচে দেখায়। এ গ্রহকে লাল গ্রহ বলে অভিহিত করা হয়।
-রোমান যুদ্ধ দেবতার নাম অনুসারে
-এ গ্রহের বায়ুমন্ডলের প্রধান উপাদান কার্বন-ডাই-অক্সাইড, পরিমাণ ৯৯ শতাংশ।
২৩. বৃহস্পতি
-সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তাই একে গ্রহরাজ বলা হয়।
-রোমান দেবতাদের রাজার নাম অনুসারে।
-বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
২৪. শনি
-সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি গেছে তৈরি বিশাল এক গোলক। শনিকে ঘিরে আছে হাজার হাজার বলয়।
-রোমান কৃষি দেবতার নাম অনুসারে।
২৫. ইউরেনাস
-একে সবুজ গ্রহ বলা হয় ।
-গ্রীক স্বর্গের দেবতা নাম অনুসারে।
-উপগ্রহ ২৭ টি।
২৬. নেপচুন
-সৌরজগতের সর্বশেষ গ্রহ। সূর্যকে প্রদক্ষিণ করতে বেশি সময় নেই।
-রোমান সমুদ্র দেবতার নাম অনুসারে।
-১৭ টি পৃথিবীর ভর এর সমান।
- উপগ্রহ ১৪ টি।
সংগৃহীত:-
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]