Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6919
বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন
প্রায় দুই দশক আগে এক সড়ক দুর্ঘটনায় দুই হত হারিয়েছলেন আইসল্যান্ডের ফেলিক্স গ্রেটারসন । কিন্তু সম্প্রতি অপারেশন করে তার দুটি হাত ও কাঁধ প্রতিস্থাপন করা হয় । তিনিই বিশ্বের প্রথম মানুষ , যার একই সাতে দুটি কাঁধ ও বাহু প্রতিস্থাপন করা হয় ।
কাগজের বোতলে কোকা-কোলার বাজারজাতকরণ
বাজারজাতকরণে প্লাস্টিকের ব্যবহারকে দীর্ঘমেয়অদে সম্পূর্ণরূপে দূর করতে বিশ্বের অন্যতম শীর্ষ কোমল পানীয় প্রথিষ্ঠান কোকা-কোলা দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করেছে । ডেনমার্কেল উদীয়মান কোম্পানি পাবোকো’র সাথে শতভাগ কাগজের বোতল চালু করার জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে কোম্পানিটি । পাবোকোর তৈরিকৃত এ বোতলটি অথ্যধিক মজবুত কাগজ দ্বারা প্রস্তুত , যাতে পাতলা প্লাস্টিকের আবরণ বিদ্যমান রয়েছে । কোকা-কোলা ২০৩০ সালের মধ্যে তাদের সৃষ্ট প্লাস্টিক বর্জ্য শূন্যতে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]