Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6281
১.মানুষের লালা রসে কোন এনজাইম বিদ্যমান?
-টায়ালিন।
২.খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
-আমিষ।
৩.পানিকে কী বলা হয়?
-ফ্লইড অব লাইফ।
৪.উদ্ভিদ মাটির কৈশিক পানি শোষণ করে কীসের মাধ্যমে?
-মূল কোষের মাধ্যমে।
৫.আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে, কারণ কী?
-মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় ।
৬.একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখায়?
-কালো দেখায়।
৭.শূন্য মাধ্যমে শব্দের বেগ কেমন?
-শূন্য।
৯.প্রাণিবিজ্ঞানের বিশুদ্ধ শাখা নয় কোনটি?
-মৌমাছি চাষ।
১০.ফুসফুসের বায়ুর প্রবেশকে কী বলে?
-প্রশ্বাস।
১১.মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
-হাইপোথ্যালামাস।
১২.মস্তিষ্ক ও সুষুস্না কান্ড দ্বারা কী গঠিত?
-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
১৩.মসে মূলের পরিবর্তে কী থাকে?
-রাইজয়েড।
১৪.বগব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?
-জর্জ ল্যামেটার।
১৫.অক্সিজেন কে আবিষ্কার করেন?
-জেবি প্রিস্টলি।
১৬.লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
-গুল্ম।
১৭.কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
-পেশীকোষ।
১৮.হিগস বোসন কণা কবে আবিষ্কৃত হয়?
-২০১২ সালে।
১৯.ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
-সেলিনিয়াম
২০.কোন উদ্ভিদের মূল, কান্ড, ও পাতা নেই, তবে ক্লোরোফিল আছে?
-শৈবাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]