Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6141
১.আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
-জার্মানির স্নেল
২.আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?
-ব্রিটিশ রসায়নবিদ জন ডাল্টনকে।
৩.এমকেএস পদ্ধতিতে ভরের একক কী?
-কিলোগ্রাম।
৪.১ মিটার সমান কত ইঞ্চি?
-৩৯.৩৭।
৫.বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ কী হয়?
-বেড়ে যায়।
৬.শূন্য মাধ্যমে শব্দের বেগ কী?
-শূন্য।
৭.আমিষের উপাদান কতটি ও কী কী?
-৪টি। যথা:
১.কার্বন
২.হাইড্রোজেন
৩.অক্সিজেন এবং নাইট্রোজেন
৮.কোলেস্টেরল কী?
-এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল
৯.সরিষা, গম, ছোলা কী?
-একবর্ষজীবী।
১০.সাধারণত লিভার বা যকৃতের প্রদাহকে কী বলে?
-হেপাটাইটিস।
১১.কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না কোন কোষে?
-আদি কোষে।
১২.জনন কোষে ক্রোমজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমজোম সংখ্যার কী?
-অর্ধেক।
১৩.বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে?
-জি ল্যামেটার।
১৪.জ্যোতির্বিজ্ঞানের জনক কে?
-হিপ্পার্কাস।
১৫.র‌্যাডক্লিফ-১৩৬ কী?
-একটি নক্ষত্র।
১৬.ধ্রুবতারা দেখা যায় কোথায়?
-উত্তর গোলার্ধে।
১৭.পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
-২৭.৩ দিন।
১৮.মানুষের ত্বককে কী বলা হয়?
-স্পর্শ ইন্দ্রিয়।
১৯.ব্যাঙের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
-তিন।
২০.নরম হাড় যা বাকালেও ভাঙে না তাকে কী বলে?
-তরুণাস্থি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]