- Wed Jan 27, 2021 1:39 pm#5980
১.স্কেলেটাল কানেকটিভ টিস্যু কত প্রকার?
-দুই প্রকার।
২.ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভত হয় যে কলা তাকে কী বলে?
-পেশী কলা।
৩.একটি পরিণত নিউরনের কতটি অংশ?
-৩টি।
৪.অবস্থান ভেদে মানবদেহে অঙ্গ আছে কয় ধরনের?
-দুই ধরনের।
৫.মানুষের লালাগ্রন্থি, যকৃত এবং অগ্ন্যাশয় কাজ করে কী হিসেবে?
-প্রোষ্টিক গ্রন্থি হিসেবে।
৬.দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনের ক্ষমতাকে কী বলে?
-রেচন প্রক্রিয়া।
৭.মেলানিন খুব বেশি পরিমাণ থাকলে গায়ের রং কেমন হয়?
-কালো।
৮.শর্করা পরিপাকের ফলে উৎপন্ন হয় কী?
-গ্লকোজ ও ফ্রক্টোজ।
৯.মানবদেহে খনিজ লবন থাকে শতকরা কত ভাগ?
-শতকরা ৪ ভাগ।
১০.শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের জন্য কোন রোগ হতে পারে?
-করোনারি হার্ট ডিজিজ।
১১.অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
-আমিষ।
১২.কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি?
-সেলুলোজ কার্বোহাইড্রেট।
১৩.রোগ-ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহে প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে কতটি?
-৩টি।
১৪.চোখের রেটিনাতে থাকে কোনটি?
-রড ও কোনস নামে দুই ধরনের কোষ।
১৫.জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
-অ্যালডোসটেরন।
১৬.সংবেদী অঙ্গ হচ্ছে কী?
-চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক।
১৭.মানবদেহের অঙ্গতন্ত্রের সমন্বয় করে কোনটি?
-স্নায়ুতন্ত্র।
১৮.তথ্য ধরে রাখার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বেশি ক্ষমতাসম্পন্ন কে?
-নারী
১৯.ইউরিয়া ঘটিত নাইট্রোজেন পদার্থ তৈরি হয় কীসে?
-বৃক্কে।
২০.রক্ত এক ধরনের কী?
-তরল যোজক টিস্যু।
-দুই প্রকার।
২.ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভত হয় যে কলা তাকে কী বলে?
-পেশী কলা।
৩.একটি পরিণত নিউরনের কতটি অংশ?
-৩টি।
৪.অবস্থান ভেদে মানবদেহে অঙ্গ আছে কয় ধরনের?
-দুই ধরনের।
৫.মানুষের লালাগ্রন্থি, যকৃত এবং অগ্ন্যাশয় কাজ করে কী হিসেবে?
-প্রোষ্টিক গ্রন্থি হিসেবে।
৬.দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনের ক্ষমতাকে কী বলে?
-রেচন প্রক্রিয়া।
৭.মেলানিন খুব বেশি পরিমাণ থাকলে গায়ের রং কেমন হয়?
-কালো।
৮.শর্করা পরিপাকের ফলে উৎপন্ন হয় কী?
-গ্লকোজ ও ফ্রক্টোজ।
৯.মানবদেহে খনিজ লবন থাকে শতকরা কত ভাগ?
-শতকরা ৪ ভাগ।
১০.শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের জন্য কোন রোগ হতে পারে?
-করোনারি হার্ট ডিজিজ।
১১.অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
-আমিষ।
১২.কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি?
-সেলুলোজ কার্বোহাইড্রেট।
১৩.রোগ-ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহে প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে কতটি?
-৩টি।
১৪.চোখের রেটিনাতে থাকে কোনটি?
-রড ও কোনস নামে দুই ধরনের কোষ।
১৫.জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
-অ্যালডোসটেরন।
১৬.সংবেদী অঙ্গ হচ্ছে কী?
-চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক।
১৭.মানবদেহের অঙ্গতন্ত্রের সমন্বয় করে কোনটি?
-স্নায়ুতন্ত্র।
১৮.তথ্য ধরে রাখার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বেশি ক্ষমতাসম্পন্ন কে?
-নারী
১৯.ইউরিয়া ঘটিত নাইট্রোজেন পদার্থ তৈরি হয় কীসে?
-বৃক্কে।
২০.রক্ত এক ধরনের কী?
-তরল যোজক টিস্যু।