Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5799
১.আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
-ডাচ বিজ্ঞানী উইলেব্রোড স্নেল ।
২.উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র কোনটি?
-ট্যাকোমিটার।
৩.তাপ বিকিরণ ও শোষন করার ক্ষমতা সবচেয়ে বেশি কার?
-কালো বস্তুর।
৪.আলোর তরঙ্গদৈর্ঘ্য যতকম হবে, তার বিক্ষেপণ তত কী হবে?
-বেশি হবে।
৫.চুম্বকের আণবিক তত্ত্ব প্রদান করেন কে?
-উইলহেম এডওয়ার্ড ওয়েবার।
৬.শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
-শূণ্য।
৭.একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কী হয়?
-কালো দেখায়।
৮.তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
-বৈদ্যুতিক মোটর।
৯.অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়?
-ভূ-পৃষ্ঠে।
১০.যে সর্বোচ্চ শ্রুতিসীমার মধ্যে মানুষ বধির হতে পারে?
-১০৫ ডেসিবেল।
১১.ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে?
-৪০ ডিগ্রী।
১২.আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কারণ কী?
-মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয়।
১৩.উদ্ভিদ মাটি থেকে কীসের সাহায্যে পানি শোষণ করে?
-মূল কোষের সাহায্যে।
১৪.কোন গাছ থেকে কুইনাইন তৈরি হয়?
-সিনকোনা ।
১৫.জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে?
-লুই পাস্তুর।
১৬.ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে কে?
-এডিস মশা।
১৭.ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
-গলা।
১৮.পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে কোনটি?
-পাথরকুচি।
১৯.অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কী?
-ইনসুলিন।
২০.ইলেক্ট্রনিক্সের বিপ্লব শুরু হয় –
-ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    143 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1216 Views
    by bdchakriDesk
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]