- Mon Jan 18, 2021 3:54 pm#5703
১.আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর –
-বিক্ষেপণ বেশি
২.পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় কী?
-বোরন বা ক্যাডমিয়াম দন্ড
৩.লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
-গুল্ম।
৪.মেরুদন্ডী প্রাণীর হিমোগ্লোবিন থাকে –
-লোহিত কণিকায়।
৫.কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
-পেশীকোষ
৬.যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
-আইসোটোন।
৭.ফুসফুসে বায়ুর প্রবেশকে কী বলা হয়?
-প্রশ্বাস
৮.রাডারে যে তড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহৃত হয়, তার নাম কী?
-মাইক্রোওয়েভ
৯.কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কী?
-Na2CO3
১০.কোন উদ্ভিদ দলের মূল, কান্ড ও পাতা নেই, তবে ক্লোরোফিল আছে?
-শৈবাল।
১১.ফটোস্ট্যাট মেশিন ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
-সেলিনিয়াম
১২.হিগস বোসন কণা কবে আবিষ্কৃত হয়?
-২০১২ সালে।
১৩.ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
-অ্যাড্রেনালিন।
১৪.বৃক্কের গঠনগত ও কার্যকরী একককে কী বলে?
-নেফ্রন।
১৫.মানবদেহের সবচেয়ে লম্বা ও বৃহৎ অস্থি কী?
-ফিমার ।
১৬.সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কী?
-বৈদ্যুতিক মোটর।
১৭.পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
-শূন্য।
১৮.মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
-হাইপোথ্যালামাস।
১৯.উচ্চ রক্তচাপের জন্য দায়ী কী
-অ্যাড্রেনালিন গ্রন্থি।
২০.দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
-শ্বেত রক্তকণিকা।
-বিক্ষেপণ বেশি
২.পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় কী?
-বোরন বা ক্যাডমিয়াম দন্ড
৩.লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
-গুল্ম।
৪.মেরুদন্ডী প্রাণীর হিমোগ্লোবিন থাকে –
-লোহিত কণিকায়।
৫.কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
-পেশীকোষ
৬.যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
-আইসোটোন।
৭.ফুসফুসে বায়ুর প্রবেশকে কী বলা হয়?
-প্রশ্বাস
৮.রাডারে যে তড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহৃত হয়, তার নাম কী?
-মাইক্রোওয়েভ
৯.কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কী?
-Na2CO3
১০.কোন উদ্ভিদ দলের মূল, কান্ড ও পাতা নেই, তবে ক্লোরোফিল আছে?
-শৈবাল।
১১.ফটোস্ট্যাট মেশিন ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
-সেলিনিয়াম
১২.হিগস বোসন কণা কবে আবিষ্কৃত হয়?
-২০১২ সালে।
১৩.ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
-অ্যাড্রেনালিন।
১৪.বৃক্কের গঠনগত ও কার্যকরী একককে কী বলে?
-নেফ্রন।
১৫.মানবদেহের সবচেয়ে লম্বা ও বৃহৎ অস্থি কী?
-ফিমার ।
১৬.সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কী?
-বৈদ্যুতিক মোটর।
১৭.পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
-শূন্য।
১৮.মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
-হাইপোথ্যালামাস।
১৯.উচ্চ রক্তচাপের জন্য দায়ী কী
-অ্যাড্রেনালিন গ্রন্থি।
২০.দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
-শ্বেত রক্তকণিকা।