Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5604
১.মরীচিকা ব্যাখ্যা করার জন্য প্রয়োজন কী?
-অভ্যন্তরীণ প্রতিফলন।
২.কাচা চামড়াকে পাকা চামড়ায় পরিণত করার প্রথম ধাপ কোনটি?
-সোকিং।
৩.রাসায়নিক পদার্থকে শুষ্ক রাখতে কী ব্যবহৃত হয়?
-ডেসিকেটর।
৪.বায়ুথলি থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে কোন প্রক্রিয়ায়?
-ব্যাপন প্রক্রিয়ায়।
৫.পুরুষ স্বাভাবিক ও স্ত্রী বন্ধাত্ব হোমোজাইগাস হলে ছেলেটি কী হবে?
-বর্ণান্ধ।
৬.মানবদেহে পালমোনারী শিরার সংখ্যা কতটি?
-৪টি।
৭.জুস সংরক্ষণে সাধারণত কোন প্রিজারজেটিভস ব্যবহৃত হয়?
-সোডিয়াম বেনজোয়েট।
৮.গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটির?
-প্রোপানোন।
৯.পৃথিবীর উভয় চৌম্বক মেরুতে বিনতির মান কত?
-৯০ ডিগ্রী।
১০.রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে অস্তিত্ব পাওয়া যায় কোনটির?
-নিউক্লিয়াসে।
১১.উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কোনটি?
-সুক্রোজ।
১২.বিজ্ঞানীদের দৃষ্টিতে বনভূমির বায়োম কত ধরনের?
-৩ ধরনের।
১৩.হাইড্রার মেসোগ্লিয়া ঘেঁষে কোন কোষটি অবস্থিত?
-স্নায়ুকোষ।
১৪.উত্তজেনেসিসের সময় সর্বমোট পোলার বডি সৃষ্টি হতে পারে কতটি?
-৩টি।
১৫.বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে আলোচনাকে কী বলে?
-হিস্টোলজি।
১৬.মানুষের হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ঠ?
-চার।
১৭.বাংলাদেশের একমাত্র ডেন্টাল হাসপাতালের নাম কী?
-ঢাকা ডেন্টাল কলেজ।
১৮.বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ কোনটি?
-লিথুয়ানিয়া।
১৯.বিশ্বের সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
-বাহরাইন।
২০.চর্বি জাতীয় খাদ্য বেশি খাওয়া দরকার কখন?
-শীতকালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3555 Views
    by rafique
    0 Replies 
    4410 Views
    by tumpa
    0 Replies 
    3503 Views
    by apple
    0 Replies 
    5156 Views
    by tumpa
    0 Replies 
    3142 Views
    by sajib

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]