Page 1 of 1

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সহায়তায় সাধারণ বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-১০

Posted: Mon Jan 11, 2021 1:28 pm
by tarek
১.কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কী বলা হয়?
-ঐ বায়ুর পরম আর্দ্রতা।
২.স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দৃষ্টির দূরতম বিন্দু কোনটি?
-অসীম দূরত্বে।
৩.সর্বপ্রথম আলোর তরঙ্গতত্ত্ব প্রবর্তন করেন কে?
-হাইগেনস।
৪.যেটার উপস্থিতির জন্য টিউবলাইটের আলো নীল হয়?
-হিলিয়াম।
৫.পরমাণুর নিউক্লিয়াসে যে কণা যোগ করা হলে পরমাণুটির ধর্মাবলী অপরিবর্তিত থাকে তাকে কী বলে?
-নিউট্রন।
৬.পর্যায় সারণীতে ইলেক্ট্রোনেগেটিভিটি বাড়তে থাকে –
-বাম থেকে ডানে।
৭.রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার?
-তিন প্রকার।
৮.ভলিউমেট্রিক্স ফ্লাস্ক ব্যবহৃত হয় –
-একটি নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরিতে।
৯.যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র মেনে চলে তাকে কী বলে?
-আদর্শ গ্যাস।
১০.নাইট্রোনজেন চক্রের কোন ধাপটিতে ব্যাকটেরিয়ার ভূমিকা নেই?
-আত্তীকরণ।
১১.রেস্ট্রিকশন এনজাইম এর কাজ কী?
-ডিএনএ ছেদন করা।
১২.সপুষ্পক উদ্ভিদে নিষিক্ত ডিম্বানু রূপান্তরিত হয় কোথায়?
-ভ্রূণে।
১৩.ক্ষুদ্রান্ত্রের সর্বশেষ অংশকে কী বলে?
-ইলিয়াম।
১৪.আইরিসের কেন্দ্রীয় ছিদ্রকে কী বলে?
-পিউপিল।
১৫.যে গ্রন্থি থেকে ইনসুলিন সিঃসৃত হয় তাকে কী বলে?
-অগ্ন্যাশয়।
১৬.জাইগোটের বিভাজনকে কী বলে?
-ক্লিভেজ।
১৭.তনড্রো-মিউকয়েড এক ধরনের কী?
-প্রোটিন।
১৮.ঘাসফড়িং এর ডিম্বাণু কোন ধরনের?
-সেন্ট্রোলেসিথাল।
১৯.জন্ম নিয়ন্ত্রণ বড়ি কোন বয়সের মহিলাদের জন্য ঝুকিপূর্ণ?
-৪০ বছরের উপরে।
২০.রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
-অক্সিজেন পরিবহন করা।