Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5400
১.প্রাকৃতিক গ্যাসে সঞ্চিত থাকে কোনটি?
-রাসায়নিক শক্তি।
২.মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে প্লেটটির ছিদ্রটির ব্যাস –
-কমবে।
৩.যে তাপমাত্রায় একটি চম্বুকের চম্বুকত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় তাকে কী বলে?
-কুরি বিন্দু বা কুরি তাপমাত্রা।
৪.সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান কোনটি?
-স্নেহ পদার্থ।
৫.চাঁদের প্রথম নভোযান পাঠায় –
-সোভিয়েত ইউনিয়ন।
৬.প্রবল জোয়ারের কারণ কী?
-সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান।
৭.কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
-হরগোবিন্দ খোরানা।
৮.বর্তমানে বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি?
-৪৭টি।
৯.সমুদ্রের গভীরতা নির্নয় করা হয় কীসের সাহায্যে?
-প্রতিধ্বনির সাহায্যে।
১০.সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কী?
-ফ্যাদোমিটার।
১১.সমুদ্র স্রোতের অন্যতম কারণ কী?
-বায়ু প্রবাহের প্রভাব।
১২.পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?
-আলেকজান্ডার ফ্লেমিং।
১৩.মানুসের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
-চার।
১৪.ফেসবুক সর্বপ্রথম চালু হয় কত সালে?
-২০০৪ সালে।
১৫.গ্রিনপিস হলো –
-আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
১৬.পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ কত?
-০.০১ মিগ্রা/লি.।
১৭.পরিণত ফাইলেরিয়া কৃমি মানবদেহে বাস করে কোথায়?
-লসিকা গ্রন্থিতে।
১৮.ডিমে কোন ভিটামিন নেই?
-ভিটামিন-সি
১৯.স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে কী বলে?
-নিউরন।
২০.উদ্ভিদের বৃদ্ধি নির্নায়ক যন্ত্র কোনটি?
-ক্রেসকোগ্রাফ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]