Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5281
১.বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে আলোচনাকে কী বলে?
-টিস্যুতত্ত্ব বা হিস্টোলজি।
২.এপিথেলিয়াল টিস্যুর কোষগুলো –
-ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তিপর্দার ওপর বিন্যস্ত।
৩.ঐচ্ছিক পেশির অবস্থান কোথায়?
-চোখ, জিহ্বা, হাত, পা, এবং কঙ্কালের গায়ে।
৪.অবস্থানভেদে মানবদেহে অঙ্গ আছে কয় ধরনের?
-দুই।
৫.দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিতে কী বলা হয়?
-রেচন প্রক্রিয়া।
৬.মানবদেহে মোট কাশেরুকার সংখ্যা কতটি?
-৩৩টি।
৭.রক্ত কী?
-এক ধরনের যোজক টিস্যু।
৮.মানুষের হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?
-চার।
৯.ইউরিয়া ঘটিত নাইট্রোজেন পদার্থ গঠিত হয় কোথায়?
-বৃক্কে।
১০.সাধারণত ৭ মাসের পূর্বে শিশুর জন্ম হলে তাকে কী বলে?
-গর্ভপাত।
১১.বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের নাম কী?
-ঢাকা ডেন্টাল কলেজ।
১২.দেশের ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালের নাম কী?
-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
১৩.ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা কে?
-স্যার হেনরি ডুনান্ট।
১৪.বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ কোনটি?
-লিথুনিয়া।
১৫.বিশ্বের সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
-বাহরাইন।
১৬.একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আয়োডিন দরকার কত মাইক্রোগ্রাম?
-১০০-১৪০।
১৭.চর্বি জাতীয় খাদ্য বেশি খাওয়া দরকার কখন?
-শীতকালে।
১৮.শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
-১: ২: ১।
১৯.কোষ্ঠকাঠিন্য দূর করে ---
-সেলুলোজ কার্বোহাইড্রেট।
২০.মস্তিষ্কে নিউরন থাকে কতটি?
-১০ বিলিয়ন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]