Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5259
১.আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
-জার্মানির স্নেল।
২.বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ কী হয়?
-বেড়ে যায়।
৩.তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কোন বস্তুর?
-কালো।
৪.আলোর ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কে?
-বিজ্ঞানী আইনস্টাইন।
৫.আলট্রাসনোগ্রাফি কী?
-ছোট তরঙ্গদৈর্ঘ্যর শব্দের দ্বারা ইমেজিং।
৬.রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কীসের ন্যায় কাজ করে?
-প্রিজমের।
৭.বৈদ্যুতিক মোটর –
-তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
৮.মানবদেহে রক্তচাপ নির্নায়ক যন্ত্র কোনটি?
-স্ফিগমোম্যানোমিটার।
৯.পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
-নিকোলাস অটো।
১০.ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে কোনটি?
-৪০ ডিগ্রী।
১১.তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
-বিকিরণ।
১২.একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কী হয়?
-কালো দেখায়।
১৩.টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কোনটি?
-তড়িৎ শক্তি।
১৪.এক্সরে উৎপাদন টার্গেট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
-প্লাটিনাম, মলিবডিনাম ইত্যাদি।
১৫.মানব দেহে সবচেয়ে প্রয়োজনীয় লবণ কোনটি?
-সোডিয়াম ক্লোরাইড।
১৬.অনুজীববিজ্ঞানের জনক কে?
-এন্টনি ভন লিউয়েন হুক।
১৭.এভিকালচার বলতে বোঝায় কী?
-পালনবিষয়ক বিদ্যা।
১৮.রাইবোজিয়াম কী?
-ব্যাকটেরিয়া।
১৯.সাধারণত লিভার বা যকৃতের প্রদাহকে কী বলে?
-হেপাটাইটিস।
২০.নিউক্লিওটাইডের পলিমারকে কী বলে?
-নিউক্লিক এসিড।
২১.ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কীভাবে?
-বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    143 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1216 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]