Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5228
১.হাইড্রার মেসোগ্লিয়া ঘেঁষে কোন কোষটি অবস্থিত?
-স্নায়ুকোষ।
২.মানবদেহে ফুসফুসীয়/পালমোনারী শিরার সংখ্যা কত?
-৪টি।
৩.মস্তিষ্কের ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামক হরমোন কোথায় তৈরি হয়?
-হাইপোথ্যালামাসে।
৪.মৌচাকে নতুন লার্ভা থেকে নতুন রানি তৈরিতে কতদিন সময় লাগে?
-১৬দিন।
৫.হাইড্রার মেসোগ্লিয়া ঘেষে কোন কোষটি অবস্থিত?
-স্নায়ুকোষ।
৬.কাঁচা কাপড়কে পাকা চামড়ায় পরিনত করার ধাপ কোনটি?
-সোকিং।
৭.রাসায়নিক পদার্থকে শুষ্ক রাখতে কী ব্যবহৃত হয়?
-ডেসিকেটর।
৮.উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি?
-সুক্রোজ।
৯.মরীচিকা ব্যাখ্যা করার জন্য প্রয়োজন কী?
-অভ্যন্তরীণ প্রতিফলন।
১০.রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে অস্তিত্ব পাওয়া যায় –
-নিউক্লিয়াসে।
১১.পৃথিবীর উভয় চৌম্বক মেরুতে বিনতির মান কত?
-৯০ ডিগ্রী।
১২.হুইটস্টোন ব্রিজের সাহায্যে কী পরিমাপ করা হয়?
-রোধ।
১৩.উত্তজেনসিসের সময় সর্বমোট পোলার বডি সৃষ্টি হতে পারে কতটি?
-৩টি।
১৪.পুরুষ স্বাভাবিক এবং স্ত্রী বর্ণান্ধ হোমোজাইগাস হলে ছেলেটি কেমন হবে?
-বর্ণান্ধ।
১৫.প্রাণিবিজ্ঞানের বিশুদ্ধ শাখা নয় কোনটি?
-মৌমাছির চাষ।
১৬.বায়ুথলি থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে কোন প্রক্রিয়ায়?
-ব্যাপন প্রক্রিয়ায়।
১৭.গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটির?
-আণবিক ভরের।
১৮.টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোনটি?
-প্রোপানোন।
১৯.মিয়োসিস-১ বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
-প্রোফেজ-১।
২০.ম্যালয়েরিয়া জীবাণুর গ্যামেটোসাইট সৃষ্টি হয় কোথায়?
-মানুষের লোহিত কণিকায়।
২১.লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য কোনটি?
-ফ্লোরিডিয়ান স্টার্চ।
২২.তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি?
-রেইনডিয়ার মস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]