- Sun Dec 27, 2020 12:58 pm#5113
১.কোষস্থ বর্জ্য পদার্থসমূহ কী কী?
-রেজিন, অ্যালকালয়েড, অর্গানিক, অ্যাসিড, উদ্বায়ী তেল ও খনিজ ক্রিস্টাল।
২.চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডের নাম কী?
-ইলায়োপ্লাস্ট।
৩.মায়োসিসের প্রোফেজ-১ এর যে উপদশায় সাইন্যাপসিস ঘটে তাকে কী বলে?
-জাইগোটিন।
৪.ক্রোমোজমে জিনের রেখাকার বিন্যাস প্রমাণে কী ব্যবহৃত হয়?
-ক্রসিংওভার।
৫.সজীব জীবদেহে পানির পরিমাণ কত?
-প্রায় ৬০-৯০%।
৬.যে মনোস্যাকারাইড চিনি নিউক্লিক এসিড তৈরিতে অংশগ্রহণ করে তাকে কী বলে?
-পেন্টোজ।
৭.উদ্ভিদের ভার বহনের দায়িত্ব পালন করে কোনটি?
-সেলুলোজ।
৮.উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কোন লিপিড?
-গ্লাইকোলিপিড।
৯.লাইটিক চক্রে একটি ব্যাকটেরিওফাযের সংখ্যাবৃদ্ধির একটি চক্র সম্পন্ন হতে কত সময় লাগে?
-৩০ মিনিট।
১০.শৈবাল নিয়ে আলোচনা করা হয় –
-ফাইকোলজিতে।
১১.ক্লিভেজ কী?
-মাইটোসিস পদ্ধতিতে জাইগোট বিভাজন পদ্ধতি।
১২.প্রকৃতিতে সস-কর্ডাটা পর্বের প্রাণীর সংখ্যা কত?
-সর্বাধিক
১৩.কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক ফুল বলা হয়?
-নিডারিয়া।
১৪.হাইড্রার বহিঃত্বকের সবচেয়ে বড় কোষ কোনটি?
-পেশী আবরণী কোষ।
১৫.ঘাসফড়িংয়ের কোন অঙ্গটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে?
-ল্যাবিয়াল পাল্প।
১৬.রুই মাছের বৈজ্ঞানিক নাম কী?
-Labeo rohita.
১৭.কোন পলিমার গঠনের মাধ্যমে ফরমিকা উৎপন্ন হয়?
-ইউরিয়া মিথান্যাল পলিমার।
১৮.অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কী?
-কোল ও পেট্রোলিয়াম।
১৯.জৈব ও অজৈব যৌগের নামকরণ করেন কোন বিজ্ঞানী?
-সুইডিস বিজ্ঞানী বার্জেলিয়াস।
২০.প্রাকৃতিক বিপর্যয়সমূহ বায়ুমন্ডলের কোন স্তরে ঘটে?
-ট্রাপোস্ফিয়ার।
২১.সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ কোনটি?
-পটাসিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক এসিড, কস্টিক সোডা, সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি পদার্থ ও এদের দ্রবণ।
-রেজিন, অ্যালকালয়েড, অর্গানিক, অ্যাসিড, উদ্বায়ী তেল ও খনিজ ক্রিস্টাল।
২.চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডের নাম কী?
-ইলায়োপ্লাস্ট।
৩.মায়োসিসের প্রোফেজ-১ এর যে উপদশায় সাইন্যাপসিস ঘটে তাকে কী বলে?
-জাইগোটিন।
৪.ক্রোমোজমে জিনের রেখাকার বিন্যাস প্রমাণে কী ব্যবহৃত হয়?
-ক্রসিংওভার।
৫.সজীব জীবদেহে পানির পরিমাণ কত?
-প্রায় ৬০-৯০%।
৬.যে মনোস্যাকারাইড চিনি নিউক্লিক এসিড তৈরিতে অংশগ্রহণ করে তাকে কী বলে?
-পেন্টোজ।
৭.উদ্ভিদের ভার বহনের দায়িত্ব পালন করে কোনটি?
-সেলুলোজ।
৮.উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কোন লিপিড?
-গ্লাইকোলিপিড।
৯.লাইটিক চক্রে একটি ব্যাকটেরিওফাযের সংখ্যাবৃদ্ধির একটি চক্র সম্পন্ন হতে কত সময় লাগে?
-৩০ মিনিট।
১০.শৈবাল নিয়ে আলোচনা করা হয় –
-ফাইকোলজিতে।
১১.ক্লিভেজ কী?
-মাইটোসিস পদ্ধতিতে জাইগোট বিভাজন পদ্ধতি।
১২.প্রকৃতিতে সস-কর্ডাটা পর্বের প্রাণীর সংখ্যা কত?
-সর্বাধিক
১৩.কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক ফুল বলা হয়?
-নিডারিয়া।
১৪.হাইড্রার বহিঃত্বকের সবচেয়ে বড় কোষ কোনটি?
-পেশী আবরণী কোষ।
১৫.ঘাসফড়িংয়ের কোন অঙ্গটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে?
-ল্যাবিয়াল পাল্প।
১৬.রুই মাছের বৈজ্ঞানিক নাম কী?
-Labeo rohita.
১৭.কোন পলিমার গঠনের মাধ্যমে ফরমিকা উৎপন্ন হয়?
-ইউরিয়া মিথান্যাল পলিমার।
১৮.অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কী?
-কোল ও পেট্রোলিয়াম।
১৯.জৈব ও অজৈব যৌগের নামকরণ করেন কোন বিজ্ঞানী?
-সুইডিস বিজ্ঞানী বার্জেলিয়াস।
২০.প্রাকৃতিক বিপর্যয়সমূহ বায়ুমন্ডলের কোন স্তরে ঘটে?
-ট্রাপোস্ফিয়ার।
২১.সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ কোনটি?
-পটাসিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক এসিড, কস্টিক সোডা, সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি পদার্থ ও এদের দ্রবণ।