Let's Discuss!

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5048
১.ভাইরাস কী দিয়ে গঠিত?
-প্রোটিন ও নিউক্লিক এসিড দিয়ে।
২.প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?
-রাইবোজোম।
৩.লেন্টিসেল ব্যবহৃত হয় কিসের জন্য?
-গ্যাসীয় বিনিময়ের জন্য।
৪.কোন পদার্থ পানি শোষণ করে স্ফীত হয়?
-হাইড্রোফিলিক।
৫.নাইট্রোন চক্রের কোন ধাপটিতে ব্যাকটেরিয়ার ভূমিকা নেই?
-আত্তীকরণ।
৬.রেস্ট্রিকশন এনজাইম এর কাজ কী?
-ডিএনএ কে ছেদন করা।
৭.কুইনাইন উৎপন্ন হয় –
-সিনকোনার বাকল থেকে।
৮.ডেঙ্গু জ্বর সৃষ্টিকারী ভাইরাসের নাম কী?
-ফ্ল্যাভি ভাইরাস।
৯.মেসোজোম পাওয়া যায় কোন কোষে?
-ব্যাকটেরিয়া কোষে।
১০.ফার্ণের শুক্রাণু কী?
-বহু ফ্রাজেলাযুক্ত।
১১.নিউক্লিক এসিডের ক্ষুদ্রতম একক কী?
-নিউক্লিওটাইড।
১২.সপুষ্পক উদ্ভিদে নিষিক্ত ডিম্বাণু রূপান্তরিত হয় কোথায়?
-ভ্রূণে।
১৩.ঘাসফড়িং এর প্রতিটি দেহখন্ডককে কী বলে?
-স্কেরাইট।
১৪.কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়?
-কার্ডিয়া।
১৫.টিপসিন, অ্যামাইলেজ ও লাইপেজ এর উৎস কী?
-অগ্ন্যাশয়।
১৬.ক্ষুদ্রান্ত্রের সর্বশেষ অংশকে কী বলে?
-ইলিয়াম।
১৭.জাইগোটের বিভাজনকে কী বলে?
-ক্লিভেজ।
১৮.আইরিসের কেন্দ্রীয় ছিদ্রকে কী বলে?
-পিউপিল।
১৯.কোন গ্রন্থী থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
-পিউপিল।
২০.শ্রেনীবিন্যাসের জনক কে?
-এরিস্টটল।
২১.জীবের দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
-ক্যারোলাস লিনিয়াস।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  149 Views
  by zahangir
  0 Replies 
  117 Views
  by zahangir
  0 Replies 
  130 Views
  by zahangir
  0 Replies 
  91 Views
  by zahangir
  0 Replies 
  122 Views
  by zahangir