Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4987
১.জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?
-তিন প্রকার।
২.ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?
-এ্যামাইটোসিস
৩.অপত্যকোষে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
-মিয়োসিস।
৪.জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?
-এন্ডোমেট্রিয়াম।
৫.মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে –
-দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
৬.ক্যান্সার রোগের কারণ কী?
-কোষের অস্বাভাবিক বৃদ্ধি
৭.একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে কি তৈরি করে?
-কলা
৮.উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে?
-জাইলেম
৯.স্থানীয় কলার কাজ কী?
-খাদ্য উৎপাদন
১০.উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়?
-মূল ও কান্ডের অগ্রভাগে
১১.ক্রোমোজোম কত প্রকার?
-২ প্রকার।
১২.অটোসোম কাকে বলে?
-যে সকল ক্রোমোসোম জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে অটোসোম বলে।
১৩.মানুষের দেহেকোষে ক্রোমোজোম সংখ্যা কত?
-২৩ জোড়া
১৪.সেক্স ক্রোমোজোম কাকে বলে?
-যে ক্রোমোজোম জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে সেক্স ক্রমোজোম বলে।
১৫.ফলের রং হলুদ হয় কেন?
-জ্যান্থফিল বেশী হলে
১৬.সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
-জ্যান্থফিলের কারনে
১৭.নিচের কোন রঞ্জন পদার্থের জন্য ফুল বিচিত্র বর্নের হয়?
-ক্রোমোপ্লাস্ট।
১৮.কোনটি এককোষী প্রাণী?
-অ্যামিবা
১৯.একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত?
-১টি
২০.প্রাণীর বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় –
-সিনোসাইট
২১.কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
-পেশী কোষে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]