Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4843
১.আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
-মেঘ পৃথিবীর পৃষ্ঠ বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
২.ড্রাই আইস হলো –
-কঠিন অবস্থার কার্বন ডাই অক্সাইড
৩.কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
-কালো
৪.রান্না করার হাড়িপাতিল সাধারনত এলুমিনিয়ামের তৈরি হয়। এর কারণ –
-এত দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
৫.সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ কত?
-৭৬ সেমি
৬.রেফ্রিজারেটরের হিমায়ক পদার্থ হিসেবে কোন পদার্থটি ব্যবহৃত হয়?
-ফ্রেয়ন
৭.বৈদ্যুতিক পাখা চালালে আমরা ঠান্ডা অনুভব করি। কারণ –
-শরীরে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
৮.গরমের দিনে কি রঙের কাপড় পড়া আরামদায়ক?
-সাদা
৯.একটি বদ্ধ ঘরে একটা চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা –
-অপরিবর্তিত থাকে
১০.আমরা পৃথিবীতে যে তাপ পাই তা প্রধাণত কোন পদ্ধতিতে পৃথিবীতে সঞ্চালিত হয়?
-বিকিরণ
১১.বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয়। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ –
-বেশি থাকে
১২.নিচের কোনটি তাপের অপরিবাহক?
-ফেল্ট
১৩.নিচের কোনটি তাপের কুপরিবাহক?
-ফেল্ট
১৪.এভারেস্ট পর্বতের উপর পানি ফুটে কত সেন্টিগ্রেড উষ্ণতায়?
-৭০ ডিগ্রি সে.
১৫.এক খন্ড বরফকে গলিয়ে পানিতে পরিণত করলে এর আয়তন –
-কমবে
১৬.ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
--৪০ ডিগ্রি
১৭.স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো –
-৪ ডিগ্রি সেন্টিগ্রেড
১৮.প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ –
-উচ্চচাপে তরলের স্ফটনাঙ্ক বৃদ্ধি পায়
১৯.কোন মৌলিক অধাতু সাধারন তাপমাত্রায় তরল থাকে?
-ব্রোমিন
২০.বায়ুর তাপের প্রধান উৎস কী?
-সূর্য
২১.পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন –
-শূন্য
২২.তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ –
-হ্রাস পায়
২৩.মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
-মাটির পাত্র পানির বাষ্পীভবনের সাহায্য করে

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]