Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4755
১.দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
-লিনিয়াস
২.মাইটোকন্ড্রিয়ার কাজ কী?
-শক্তি উৎপাদন
৩.বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কত শতাংশ বেশি হলে কোন প্রাণী বাঁচতে পারে না?
-২৫ শতাংশ ।
৪.জীব ও জড়ের মদ্যে সংযোগ রক্ষাকারী হলো –
-ভাইরাস
৫.রাইবোসোমের প্রধান কাজ কী?
-প্রোটিন সংশ্লেষণ করা
৬.উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় –
-মূল এবং কান্ডের অগ্রভাগে
৭.সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় –
-লাল আলোতে
৮.কোনটি ভাইরাসজনিত রোগ?
-পোলিও।
৯.ক্লোরোফিল থাকে না-
-ছত্রাকে
১০. কমলা লেবুতে কোন এসিড থাকে?
-অ্যাসকরবিক এসিড
১১.মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি?
-ব্যাকটেরিয়া
১২.ইরাটম কী?
-উচ্চ ফলনশীল ধান
১৩.অসবুজ উদ্ভিদ কোনটি?
-ছত্রাক
১৪.হিউমাস কী?
-উদ্ভিদ ও জীবজন্তুর পচা সার
১৫.লৌহের অভাবে উদ্ভিদের কী অসুবিধা হয়?
-পাতা বিবর্ন হয়ে যায়
১৬.অক্সিনের প্রভাবে কোষের দৈর্ঘ্য –
-বৃদ্ধি পায়
১৭.নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনটি?
-টমেটো
১৮.কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
-পাথরকুচি
১৯.মূল নেই কোনটির?
-মস
২০.ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত?
-২৪টি
২১.সাধারণত ফলের অংশ কতটি?
-৩টি
২২.পুষ্পপত্র বিন্যাস কত প্রকার?
-৩
২৩.দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি?
-ইপিল ইপিল
২৪.উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়?
-পাতায়
২৫.অন্ধকারে অঙ্কুরিত হয় না কোন ফুল?
-বেলী
২৬.ভাইরাস আসলে কী?
-না উদ্ভিদ না প্রাণী
২৭.কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্চনীয় নয়?
-চা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1465 Views
    by rafique
    0 Replies 
    1277 Views
    by romen
    0 Replies 
    1189 Views
    by rana
    0 Replies 
    1029 Views
    by rana
    0 Replies 
    1097 Views
    by apple

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]