Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4517
১.জীবাশ্ম কাকে বলে?
-সমুদ্র গর্ভে গঠিত অনেক পাললিক শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ স্তরীভূত অবস্থায় দেখা যায়। একে জীবাশ্ম বা ফসিল বলা হয়।
২.কিভাবে বাংলাদেশে ব-দ্বীপের সৃষ্টি হয়েছে?
-পদ্মা, মেঘনা, যমুনা নদী পশ্চিম-উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে এ সুবিশাল বদ্বীপের সৃষ্টি করেছে।
৩.ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
-তিন ভাগে।
৪.বরেন্দ্র ভূমির আয়তন কত?
-প্রায় ৯,৩২০ বর্গ কিমি। এ স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের।
৫.কয়েকটি ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের নাম কী?
-কড়ই, হিজল, বহেরা, হরিতকি, কাঁঠাল ও নিম।
৬.স্রোতজ বণভূমি কী?
-যে বনভূমি পানিতে তলিয়ে যায় এবং ভাটার সময় শুকিয়ে যায় তাই স্রোতজ বনভূমি।
৭.পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ কোনটি?
-সুন্দরবন।
৮.সুন্দরবনের আয়তন কত?
-১০.০০০ বর্গ কিমি।
৯.সুন্দরবনে কি কি গাছ জন্মে?
-সুন্দরী, গেওয়া, গোলপাতা ইত্যাদি।
১০.বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন কোনটি?
-সুন্দরবন।
১১.ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত?
-গাাজীপুর ও টাঙ্গাইল।
১২.দেশে কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই?
-২৯টি জেলায়।
১৩.কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার কত ভাগ বনভূমি থাকা দরকার?
-শতকরা ২৫ ভাগ।
১৪.ইউরোপের উচ্চতম পর্বত শ্রেনী কোনটি?
-আল্পস পর্বতমালা।
১৫. ইউরোপ মহাদেশের আয়তন কত?
-৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কি.মি।
১৬.পর্বত কাকে বলে?
-ভূ-পৃষ্ঠের অতি উচ্চ খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে।
১৭.মস্কো কোন নদীর তীরে অবস্থিত?
-মস্কোভা নদীর তীরে।
১৮.পর্বত কত প্রকার?
-পর্বত ৫ প্রকার।
১৯.ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
-ভলগা।
২০.ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে।
-ভিয়েনাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    99 Views
    by shahan
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]