Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4499
১.সূর্যের পরিবার বলতে কি বোঝেন?
-৮টি গ্রহ, ১৭৩টি উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ, লক্ষ লক্ষ ধূমকেতু নিয়েই সূর্যের পরিবার বা সৌরজগৎ।
২.টাইটান কোন গ্রহের উপগ্রহ এবং টাইটান শব্দের অর্থ কী?
-টাইটান হলো শনির উপগ্রহ। টাইটান শব্দের অর্থ বৃহৎ।
৩.প্লটো কে আবিষ্কার করেন?
-১৯৩০ সালে লোয়েল মান মন্দিরের জ্যোতির্বিজ্ঞানের ক্লাইড টমবাউ উক্ত বামন গ্রহটি আবিষ্কার করেন।
৪.নীহারিকা কাকে বলে?
-মহাশূন্যে ভাসমান আলোকময় বা কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষ্ককে নীহারিকা বলে।
৫.হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গেছে কবে?
-১৯৮৬ সালের ৯ ফেব্রুয়ারি।
৬.কত বছর পর পর এটির আবির্ভাব হয়?
-প্রতি ৭৬ বছর পর পর।
৭.গ্রহাণুপুঞ্জ কাকে বলে?
-৮০৫ কিমি থেকে ১.৬ কিমি এর কম ব্যাসসম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিষ্ককে গ্রহাণু বলে।
৮.গ্রহরাজ বলা হয় কাকে?
-বৃহস্পতিকে।
৯.সুমেরু ও কুমেরু বায়ু কী?
-সুমেরু ও কুমেরু উচ্চ চাপ বলয় থেকে নিয়মিতভাবে দুটি বায়ুপ্রবাহ মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এদেরকে উত্তর-পূর্ব মেরু বায়ু বা সুমেরু বায়ু এবং দক্ষিণ-পূর্ব মেরু বায়ু বা কুমেরু বায়ু বলা হয়।
১০.পাঁচটি স্থানীয় বায়ুর নাম কী?
-পাঁচটি স্থানীয় বায়ুর নাম হলো: ফন, খামাসিন, সিরক্কো, লু ও চিনুক।
১১.বায়ুর আদ্রতা বলতে কি বোঝায়?
-সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ, প্রভৃতির পানি ক্রমাগত বাষ্পে পরিণত হয়। বাতাসে এই জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আদ্রতা বলে।
১২.বাষ্পীভবন ও ঘনীভবন বলতে কী বোঝায়?
-বাষ্পীভবনের দ্বারা জলীয়বাষ্পের সৃষ্টি হয়। সমুদ্র, উদ্ভিদ জগৎ, নদনদী, ও অন্যান্য জলাশয়ের পানি ক্রমাগত বাষ্পে পরিণত হয়ে উর্ধ্ব বায়ুমন্ডলে মিশে যায়। একে বাষ্পীভবন বলে। আর যে তাপমাত্রায় বা পরিস্থিতিতে জলীয়বাষ্প পানিতে পরিণত হয় তাকে ঘনীভবন বলে।
১৩.শিলা কাকে বলে?
-ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলে।
১৪.শিলা কত প্রকার।
-শিলা তিন প্রকার।
১৫.প্রাথমিক শিলা বলা হয় কাকে?
-আগ্নেয় শিলাকে।
১৬.দুটি আগ্নেয় শিলার নাম কী?
-ব্যাসল্ট ও গ্রানাইট।
১৭.পাললিক শিলা কাকে বলে?
-পলল বা তলানী থেকে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে।
১৮.কয়েকটি পাললিক শিলার নাম।
-বেলেপাথর, চুনাপাথর, জিপসাম ইত্যাদি।
১৯.কয়েকটি রূপা্তিরিত শিলার নাম কী?
-মার্বেল, স্লেট, গ্রাফাইট ইত্যাদি।
২০.পৃথিবীর বৃহৎ বদ্বীপ কোনটি?
-বাংলাদেশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]