Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4063
১.বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
-কিলোওয়াট ঘন্টায়।
২.যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যাত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলে?
-তড়িৎ মোটর।
৩.বিদ্যুৎ প্রবাহের একক কি?
-অ্যাম্পিয়ার।
৪.কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
-রূপা।
৫.লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
-থিওডোর মাইম্যান, ১৯৬০ সালে।
৬.রেডিও আইসোটোপ কোন কাজে ব্যবহার করা হয়?
-গলগন্ড রোগ নির্নয়ে।
৭.সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
-পরমানুর ফিউশন পদ্ধিতিতে।
৮.ফিউশন প্রক্রিয়া কি?
-একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে।
৯.কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির কোন ক্ষতি হয় না?
-নাপাম বোমা।

আলোর বিভিন্ন তত্ত্ব
তত্ত্ব – প্রবক্তা – সাল
কণা তত্ত্ব – স্যার আইজ্যাক নিউটন – ১৬৭২
তরঙ্গ তত্ত্ব – হাইগেন – ১৬৭৮
তড়িৎ চৌম্বক তত্ত্ব – ম্যাক্সওয়েল – ১৮৬৪
কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্ল্যাঙ্ক – ১৯০০

১০.টিউমার, ক্যান্সার, প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহৃত হয়?
-গামা।
১১.’থিওরি অব রিলেটিভিটির’ প্রণেতা কে?
-আলবার্ট আইনস্টাইন।
১২.ব্লাকবক্স যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়?
-বিমানে।
১৩.যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে কি বলে?
-রেকটিফায়ার।
১৪.ট্রানজিস্ট্রর উদ্ভাবিত হয় কবে?
-১৯৪৮ সালে।
১৫.টেলিভিশনের ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলে?
-স্ক্যানিং।
১৬.আইসি এর উদ্ভাবক কে?
-জে এস কেলবি।
১৭.দুধের ঘনত্ব নির্নায়ক যন্ত্রের নাম কি?
-ল্যাক্টোমিটার।
১৮.VSAT কোন কাজে ব্যবহার করা হয়?
-ভূপৃষ্ঠের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2794 Views
    by rafique
    0 Replies 
    2317 Views
    by masum
    0 Replies 
    1632 Views
    by shanta
    0 Replies 
    2210 Views
    by rana
    0 Replies 
    1359 Views
    by sajib

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]