Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4037
১.শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
-আর্দ্রতার অভাবে।
২.রেললাইন ফিস প্লেট কি কাজে ব্যবহার হয়?
-দুইটি রেলকে সংযুক্ত করে।
৩.সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
-বিকিরণ পদ্ধতিতে।
৪.বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে?
-জেমস ওয়াট।
৫.পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
-শূন্য।
৬.উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়?
-কেলভিন।
৭.ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে শরীর ফেটে রক্ত বের হয় কেন?
-সেখানে বায়ুর চাপ ভূপৃষ্ঠ হতে কম বলে।
৮.শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কীরূপ?
-কম।
৯.ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কেন?
-শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
১০.বর্ষাকালে ভিজা কাপড় দেরিতে শুকানোর কারণ কি?
-বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে।
১১.শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
-বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে।
১২.এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তনের কি পরিবর্তন ঘটে?
-আয়তন কমবে।
১৩.এভারেস্ট পর্বতের ওপর পানি ফুটতে শুরু করে কত তাপমাত্রায়?
-৭০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়।
১৪.আকাশ নীল দেখায় কেন?
-নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
১৫.সিনেমাস্কোপ প্রজেক্টার কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
-অবতল।
১৬.পানিতে নৌকার বৈঠা বাকা দেখা যাওয়ার কারণ কি?
-আলোর প্রতিসরণ।
১৭.রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
-প্রিজমের কাজ করে।
১৮.কোন তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়?
-লাল, নীল, সবুজ।
১৯.রাতের বেলায় বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন?
-কুকুর ও বিড়ালের চোখে টেপটাম নামক রঞ্জক কোষ থাকে।
২০.সাদা আলো প্রিজমের বিচ্ছুরিত হয়ে কয়টি বর্ণে বিভক্ত হয়?
-সাতটি।
২১.অপটিক্যাল ফাইবার ক্যাবল কোন অংশে সবচেয়ে বেশি?
-দুই মেরুতে।
২২.চৌম্বক আবেশ প্রকাশ করা হয় যে এককে তার নাম কি?
-ওয়েবার।
২৩.টেসলা কিসের একক?
-চৌম্বক ক্ষেত্র।
২৪.আকাশে বিদ্যুৎ চমকায় কেন?
-মেঘের অসংখ্য জলকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
২৫.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচের কি পরিবর্তন হয়?
-একই হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]