Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4010
১.চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের কত ভাগ?
-৬ ভাগের ১ ভাগ।
২.সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি কতগুণ?
-দ্বিগুণ।
৩.পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হয়?
-কমে যায়।
৪.তড়িৎশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
-লাউড স্পিকার।
৫.কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
-ইস্পাত।
৬.কাজ করার সামর্থ্যকে কি বলে?
-শক্তি।
৭.প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
-রাসায়নিক শক্তি।
৮.সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
-পরমানুর ফিউশন পদ্ধতিতে।
৯.অফুরন্ত নবায়ণযোগ্য সম্পদগুলো কি কি?
-সূর্য, পানি, বায়ু ও পরমানু শক্তি।
১০.কোথায় সাতার কাটা সহজ?
-সাগরে।
১১.উচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পরার কারণ কি?
-বায়ুর চাপ কম থাকে বলে।
১২.পানিকে বরফে পরিণত করলে আয়তনের কি পরিবর্তন ঘটে?
-বাড়ে।
১৩.বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
-শব্দের প্রতিধ্বনি শুনে।
১৪.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
-লোহা।
১৫.আলট্রাসনোগ্রাফি কি?
-ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ দ্বারা ইমেজিং।
১৬.কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়?
-প্রতিধ্বনি।
১৭.পানিতে ডুব দিয়ে কেউ হাততালি দিলে কে সেই তালির শব্দ জোরে শুনতে পাবে?
-ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি।
১৮.প্রতিফলিত শব্দকে কি বলা হয়?
-প্রতিধ্বনি।
১৯.একক সময়ে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
-শব্দের গতি।
২০.আলট্রাসোনিক তরঙ্গ কি?
-শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ ।
২১.বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্নয় করে কিভাবে?
-আলট্রাসোনিক শব্দের মাধ্যমে।
২২.পাহাড়ের চূড়ায় পানির স্ফটনাঙ্ক কমে যায় কেন?
-বায়ুর চাপ কম।
২৩.কাপড়ের কোন রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি?
-কালো।
২৪.পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?
-একই থাকে।
২৫.ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
-ভাল আবহাওয়ার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]