Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3978
১.যক্ষ্মা রোগের জীবাণু কে আবিষ্কার করেন?
-রবার্ট কচ্ ।
২.বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
-ড. আবদুল্লাহ আল মুতী।
৩.পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি?
-জিওলজি।
৪.অরিজিন অব স্পিসিজ গ্রন্থের প্রণেতা কে?
-চার্লস ডারউইন।
৫.হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
-এস সি এফ হ্যানিমেন।
৬.ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
-লিউয়েন হুক।
৭.সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
-জ্যান্থোফিলের উপস্থিতির কারনে।
৮.সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
-ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।
৯.সবুজ প্লাস্টিডের নাম কি?
-ক্লোরোপ্লাস্ট।
১০.কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
-ক্রোমোপ্লাস্ট।
১১.জেনেটিক্স কী?
-প্রাণীজগতের উৎপত্তি ও বংশগতি বিদ্যা।
১২.মানবদেহে সাধারনভাবে কয় জোড়া ক্রোমোজোম আছে?
-২৩ জোড়া।
১৩.বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
-ফিরোজা বেগম।
১৪.বংশগতির দুটি সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী?
-গ্রেগর জোহান মেন্ডেল।
১৫.ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে?
- ড. মাকসুদুল আলম।
১৬.ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
-এডিস।
১৭.কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
-ব্যাকটেরিয়া।
১৮.কোনটির দেহে কোন নিউক্লিয়াস ও সাইট্রোপ্লাজম নেই?
-ভাইরাস।
১৯.এইডস রোগের ভাইরাসের নাম কি?
-এইচআইভি।
২০.কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
-সালফার।
২১.উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
-নাইট্রোজেনের।
২২.মূল নেই কোন উদ্ভিদে?
-মস উদ্ভিদে।
২৩.দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তক কে?
-ক্যারোলাস লিনিয়াস।
২৪.পানির জীব হয়েও বাতাসে নি:শ্বাস নেয় কোনটি?
-শুশুক বা ডলফিন জাতীয় প্রাণী।
২৫.মুক্তা হলো ঝিনুকের কিসের ফল?
-প্রদাহের।
২৬.বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কী?
-রাজ কাকড়া।
২৭.সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটি প্রয়োগ করেন কে?
-টর্টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2774 Views
    by shohag
    0 Replies 
    5516 Views
    by shihab
    0 Replies 
    2776 Views
    by rana
    0 Replies 
    21659 Views
    by shohag
    0 Replies 
    3120 Views
    by rafique

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]