- Tue Oct 27, 2020 3:15 pm#3965
১.দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্রের নাম কি?
-ল্যাক্টোমিটার।
২.পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
-নিউট্রন ও প্রোটন।
৩.সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?
-হাইড্রোজেন।
৪.মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়?
-পরমানু।
৫.কোন পরামাণুতে নিউট্রন নেই?
-হাইড্রোজেন।
৬.পর্যায় সারণির জনক কে?
-দিমিত্র ইভানোভিচ মেন্ডেলিফ (রাশিয়া)।
৭.পর্যায় সারণির মূল ভিত্তি কি?
-ইলেকট্রন বিন্যাস।
৮.পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
-১১৮টি।
৯.লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
-দস্তা।
১০.ভারী পানির রাসায়নিক সংকেত কি?
-D2O ।
১১.জারণ বিক্রিয়ায় কি ঘটে?
-ইলেকট্রন বর্জন।
১২.বিজারণ বিক্রিয়ায় কি ঘটে?
-ইলেকট্রন গ্রহণ।
১৩.ব্রোঞ্জ বা কাসা কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?
-তামা ও টিন।
১৪.ব্রাস বা পিতলের সংকর কোন ধাতুর সমন্বয়ে গঠিত?
-তামা ও দস্তা।
১৫.ভূ পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমানে আছে?
-অ্যালুমিনিয়াম।
১৬.হাইপো এর রাসায়নিক নাম কি?
-সোডিয়াম থায়োসালফেট।
১৭.ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে?
-সিলভার ব্রোমাইডের।
১৮.ড্রাই আইস কি?
-কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড।
১৯.প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
-হীরা।
২০.সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
-হাইড্রোজেন।
-ল্যাক্টোমিটার।
২.পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
-নিউট্রন ও প্রোটন।
৩.সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?
-হাইড্রোজেন।
৪.মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়?
-পরমানু।
৫.কোন পরামাণুতে নিউট্রন নেই?
-হাইড্রোজেন।
৬.পর্যায় সারণির জনক কে?
-দিমিত্র ইভানোভিচ মেন্ডেলিফ (রাশিয়া)।
৭.পর্যায় সারণির মূল ভিত্তি কি?
-ইলেকট্রন বিন্যাস।
৮.পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
-১১৮টি।
৯.লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
-দস্তা।
১০.ভারী পানির রাসায়নিক সংকেত কি?
-D2O ।
১১.জারণ বিক্রিয়ায় কি ঘটে?
-ইলেকট্রন বর্জন।
১২.বিজারণ বিক্রিয়ায় কি ঘটে?
-ইলেকট্রন গ্রহণ।
১৩.ব্রোঞ্জ বা কাসা কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?
-তামা ও টিন।
১৪.ব্রাস বা পিতলের সংকর কোন ধাতুর সমন্বয়ে গঠিত?
-তামা ও দস্তা।
১৫.ভূ পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমানে আছে?
-অ্যালুমিনিয়াম।
১৬.হাইপো এর রাসায়নিক নাম কি?
-সোডিয়াম থায়োসালফেট।
১৭.ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে?
-সিলভার ব্রোমাইডের।
১৮.ড্রাই আইস কি?
-কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড।
১৯.প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
-হীরা।
২০.সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
-হাইড্রোজেন।