Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3913
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কম্পিউটার কে আবিষ্কার করেন? (২০ তম বিসিএস)
-হাওয়ার্ড এইকিন
২.প্রথম প্রজন্মের কম্পিউটার ব্যবহৃত হয় --- (গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক:০১)
-বায়ূশূণ্য ভাল্ব
৩.পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব --- (গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক:০১)
-কৃত্রিম বুদ্ধিমত্তা
৪.এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় – (গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক:০১)
-হাইব্রিড কম্পিউটার
৫.সুপার কম্পিউটার মেইনফ্রেম এর চেয়ে (তথ্য মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলী:০১)
-বেশি শক্তিশালী
৬.আধুনিক কম্পিউটারের বৈশিষ্ঠ্য হচ্ছে – (দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালক:০১)
-দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
৭.কম্পিউটারে কোনটি নেই? (২৫ তম বিসিএস)
-বুদ্ধি বিবেচনা
৮.নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক – (পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী সচিব:০৫)
-পুনরাবৃত্তিমূলক কাজ
৯.নিচের কোনটি প্রোগ্রামেবল সিস্টেম? (তথ্য মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলী:০১)
-কম্পিউটার
১০.আধুনিক কম্পিউটারের জনক বলা হয় – (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-চার্লস ব্যাবেজকে
১১.বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার – (পরিকল্পনা মন্ত্রনালয় ডাটা প্রসেসিং অপারেটর: ০২)
-এ.বি.সি
১২.বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম –
-ইউনিভ্যাক
১৩.আইসি চিপ দেয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার – (শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী পরিচালক: ০৫)
-আইবিএম সিস্টেম ৩৬০
১৪.ল্যাপটপ হলো এক ধরনের –
-ছোট কম্পিউটার
১৫.পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি করে? (২৮ তম বিসিএস)
-এপসন, ১৯৮১
১৬.বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত – (তথ্য মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলী:০১)
-যুক্তরাষ্ট্রে
১৭.বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার --- (গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক:০১)
-আইবিএম-১৬২০ সিরিজ
১৮.কম্পিউটার সফটওয়ার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? (১৯ তম বিসিএস)
-মাইক্রোসফট
১৯.বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী কে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্শক:০৪)
-বিল গেটস
২০.বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চট্টগ্রাম বিভাগ):০৩)
-কম্পিউটার জগৎ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    240 Views
    by raihan
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by raja
    0 Replies 
    163 Views
    by mousumi
    0 Replies 
    732 Views
    by kajol

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]