Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3901
১.কম্পিউটার শব্দের অর্থ কি?
- গণক বা হিসাবকারী
২.অ্যাবাকাস কি?
-অ্যাবাকাস হলো পৃথিবীর প্রথম গনণাযন্ত্র।
৩.কম্পিউটার প্রজন্ম বলতে কি বোঝায়?
-কম্পিউটার প্রজন্ম বলতে এর প্রযুক্তিগত বিবর্তনকেই বোঝানো হয়।
৪.কম্পিউটার কত প্রকার?
-কম্পিউটার সাধারণত ৩ প্রকার।
৫.কম্পিউটার কে আবিষ্কার করেন?
-হাওয়ার্ড এইকিন।
৬.বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি?
-ENIAC
৭.বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
-এ.বি.সি
৮.কোন কোম্পানি সর্বপ্রথম বিক্রয়ের জন্য কম্পিউটার আবিষ্কার করেন?
-রেমিংটন ব্যান্ড কর্পোরেশন।
৯.পিসি কি?
-মাইক্রো কম্পিউটারকে পিসি বলা হয়।
১০.প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি?
-এ্যাটেয়ার ৮৮০০।
১১.প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
-পিডিসি-১।
১২.মিনি কম্পিউটারের জন্মদাতা কে?
-কেনেথ এইচ ওলসেন।
১৩.আধূনিক কম্পিউটারের জনক কে?
-চার্লস ব্যাবেজ
১৪.মানব মস্তিষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারের নেই?
-বুদ্ধি বিবেচনা।
১৫.পামটপ কি?
-এক ধরনের ছোট কম্পিউটার। হাতের তালুতে নিয়ে কাজ করা যায়।
১৬.ল্যাপটপ কি?
-এটি ছোট মাপের ব্রিফকেস আকৃতির মাইক্রো কম্পিউটার।
১৭.বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত?
-যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮.বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি?
-আইবিএম – ১৬২০ সিরিজ।
১৯.বাংলাদেশের প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় স্থাপন করা হয়?
-বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে।
২০.কম্পিউটারের কোন কোম্পানিকে বিগ ব্ল বলা হয়?
-আইবিএম।
২১.মাইক্রোসফট কি?
-কম্পিউটারের সফটওয়ার জগতে নামকরা প্রতিষ্ঠান।
২২.বিল গেটস কেন বিখ্যাত?
-বিখ্যাত মাইক্রোসফট প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1252 Views
    by rana
    0 Replies 
    849 Views
    by shihab
    0 Replies 
    1592 Views
    by bdchakriDesk
    0 Replies 
    736 Views
    by masum
    0 Replies 
    1255 Views
    by khushbu

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]