Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3872
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা:০৩)
-কার্বন মনোক্সাইড
২.ফল পাকানোর জন্য দায়ী কে? (সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার:০৬)
-ইথিলিন
৩.কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? (ডাক ও টেলিযোগাযোগ সহকারী পরিচালক: ০৪)
-অক্সিঅ্যাসিটিলিন শিখা
৪.কাঁদুনে গ্যাসের অপর নাম কি? (তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা:০৬)
-ক্লোরোপিক্রিরিন
৫.ইথানলের সাথে মিথানল মিশিয়ে বাজারে ব্রিক্রি করার নিয়মের প্রয়োজন কেন? (আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ: ০০)
-পানীয় হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য
৬.ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কে? (অর্থমন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৪)
-এস্টার
৭.পাকা কলার উপাদান কোনটি? (অর্থমন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৪)
-অ্যামাইল অ্যাসিটেট
৮.সাবান কোন উচ্চতর ফ্যাটি এসিডের লবণ? (অর্থমন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৪)
-পটাসিয়াম+সোডিয়াম
৯.সাবানের রাসায়নিক নাম কি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০২)
-সোডিয়াম স্টিয়ারেট
১০.সাবান তৈরির প্রধান কাচামাল –
-চর্বি
১১.সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় – (জেলা নির্বাচন অফিসার:০৪)
-গ্লিসারিন
১২.সেভিং সাবানের উপাদান কোনটি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:৯৯)
-কস্টিক পটাশ
১৩.কচু খেলে চুলকায় কারণ কচুতে আছে –
-ক্যালসিয়াম অক্সালেট
১৪.ভিনেগারে কোন এসিড থাকে – (সমাজকল্যাণ মন্ত্রনালয়ের পরিচালক:০৩)
-এসিটিক
১৫.সিরকা তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয়?
-এসিটিক এসিড
১৬.লেবুতে কোন এসিড থাকে – (পরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা:০৪)
-সাইট্রিক
১৭.আমলকিতে থাকে – (থানা নির্বাচন অফিসার:০৪)
-অক্সালিক এসিড
১৮.আঙ্গুর ফলে কোন এসিড বিদ্যমান থাকে? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:৯৯)
-টারটারিক এসিড
১৯.কোনটি বিস্ফোরক পদার্থ?
-টি.এন.টি
২০.একটি কীটনাশক ঔষধ – (খাদ্য অধিদপ্তরের ইন্সপেক্টর:৯৬)
-গ্যামোস্কিন
২১.কাগজের প্রধান রাসায়নিক উপাদান – (পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:৯৫)
-সেলুলোজ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    237 Views
    by raihan
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]