- Fri Oct 16, 2020 10:18 am#3787
১.কোন নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে সাধারণত কতটি ইলেক্ট্রন থাকে?
-আটটি।
২.কোন নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে আটটি ইলেক্ট্রন নেই?
-হিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে।
৩.কোন মৌলের তেজস্ক্রিয়তা বিভাজন হতে রেডন উৎপন্ন হয়?
-রেডিয়াম
৪.বেলুন ও উড়োজাহাজে হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হয় কেন?
-হাইড্রোজেন দাহ্য বলে বিপদজ্জনক
৫.বিমান বা জাহজের চালকগণ আলোক সংকেত হিসেবে নিয়ন আলো ব্যবহার করে না কেন?
-কুয়াশায় দেখা যায় বলে।
৬.সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়?
-নাইট্রোজেন।
৭.টিউব লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
-আর্গন, নিয়ন।
৮.কোন মৌলের গ্যাস সর্বাপেক্ষা হালকা?
-হাইড্রোজেন।
৯.কোন মৌলের গ্যাস সর্বাপেক্ষা ভারি?
-র্যাডন।
১০.পর্যায় সারণিতে তনিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থান কোন গ্রুপে?
-শূণ্য।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোনটি অ্যালকালি মেটাল? (শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক:০৬)
-সোডিয়াম
২.কোন মৌলটি বেশি নিষ্ক্রিয়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:০৩)
-হিলিয়াম
৩.নিষ্ক্রিয় গ্যাস নয়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:০৩)
-অক্সিজেন
৪.কোনটি নোবেল গ্যাস নহে?
-ওজোন
৫.হাইড্রোজেন মৌলের অনুতে পরমাণুর সংখ্যা –
-দুই
৬.নিচের কোনটি অনু গঠন করেনা – (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৪)
-নিয়ন
৭.টিউবলাইট সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয় – (থানা জেলা সমাজসেবা অফিসার:৯৯)
-আরগন
৮.সাধারণত বৈদ্যুতিক বাল্বেরভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়? (১৪ তম বিসিএস)
-নাইট্রোজেন
৯.সবচেয়ে হালকা গ্যাস কোনটি? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক:৯৩)
-হাইড্রোজেন
১০.কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? (পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক:০৭)
-রেডন
-আটটি।
২.কোন নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে আটটি ইলেক্ট্রন নেই?
-হিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে।
৩.কোন মৌলের তেজস্ক্রিয়তা বিভাজন হতে রেডন উৎপন্ন হয়?
-রেডিয়াম
৪.বেলুন ও উড়োজাহাজে হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হয় কেন?
-হাইড্রোজেন দাহ্য বলে বিপদজ্জনক
৫.বিমান বা জাহজের চালকগণ আলোক সংকেত হিসেবে নিয়ন আলো ব্যবহার করে না কেন?
-কুয়াশায় দেখা যায় বলে।
৬.সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়?
-নাইট্রোজেন।
৭.টিউব লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
-আর্গন, নিয়ন।
৮.কোন মৌলের গ্যাস সর্বাপেক্ষা হালকা?
-হাইড্রোজেন।
৯.কোন মৌলের গ্যাস সর্বাপেক্ষা ভারি?
-র্যাডন।
১০.পর্যায় সারণিতে তনিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থান কোন গ্রুপে?
-শূণ্য।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোনটি অ্যালকালি মেটাল? (শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক:০৬)
-সোডিয়াম
২.কোন মৌলটি বেশি নিষ্ক্রিয়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:০৩)
-হিলিয়াম
৩.নিষ্ক্রিয় গ্যাস নয়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:০৩)
-অক্সিজেন
৪.কোনটি নোবেল গ্যাস নহে?
-ওজোন
৫.হাইড্রোজেন মৌলের অনুতে পরমাণুর সংখ্যা –
-দুই
৬.নিচের কোনটি অনু গঠন করেনা – (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৪)
-নিয়ন
৭.টিউবলাইট সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয় – (থানা জেলা সমাজসেবা অফিসার:৯৯)
-আরগন
৮.সাধারণত বৈদ্যুতিক বাল্বেরভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়? (১৪ তম বিসিএস)
-নাইট্রোজেন
৯.সবচেয়ে হালকা গ্যাস কোনটি? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক:৯৩)
-হাইড্রোজেন
১০.কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? (পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক:০৭)
-রেডন