- Wed Oct 14, 2020 11:31 am#3757
*তড়িৎ বর্তনী বলতে কি বোঝায়?
-তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে।
*বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ঠ হয় না, এর কারণ কী?
-পাখি সাধারণত একটি তারে বসে। তাই বর্তনী সম্পূর্ণ না হওয়ায় পাখির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়না। কিন্তু যদি পাখিটি অন্য তার স্পর্শ করে তাহলে বর্তনী সম্পূর্ণ হবে এবং পাখির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবার ফলে পাখিটি মরে যাবে।
** বাদুড় বা অন্যান্য পাখিকে বৈদ্যুতিক তারে মাঝে মাঝে মৃত অবস্থায় ঝুলতে দেখা যায় কেন?
-বাদুড় বা অন্যান্য যে সকল পাখি যখন একটি তারে বসে অন্য তার স্পর্শ করে তখন বর্তনী সম্পূর্ণ হয় এবং বাদুড় বা অন্যান্য পাখির শরীরের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবার ফলে বাদুড় বা পাখিটি মারা যায়।
**শট সার্কিট কি?
-কোন কারনে বিপরীত ধর্মী তড়িতের দুটি লাইনের মধ্যে সরাসরি সংযোগ ঘটলে সমগ্র লাইনের রোধ খুব কমে যায়। ফলে লাইনের তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে যায়। এত প্রচুর তাপ উৎপন্ন হয় এবং লাইনে আগুন ধরে যায়। একে শট সার্কিট বলে।
**ফিউজ কি?
-নিম্ন গলনাঙ্কবিশিষ্ট ছোট সরু তার যা বর্তনীতে শ্রেনী সমবায়ে যুক্ত করা হয়। শর্টসার্কিট জনিত কারনে বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ হলে ফিউজটি গলে যায়। ফলে যন্ত্রপাতি রক্ষা পায়।
**ফিউজ তার কি দিয়ে তৈরি?
-টিন (২৫%) ও সীসা (৭৫%) এর মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু।
** আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন?
-অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের জন্য ।
** সান্ট কি?
-সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্য দিয়ে যাতে উচ্চমানের বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে সেজন্য যন্ত্রের সাথে সমান্তরালে যে নিম্নমানের রোধ যোগ করা হয় তাকে সান্ট বলে।
**থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম কি?
-আর্থপিন।
**বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?
-টমাস এডিসন।
**বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
-টমাস এডিসন।
**সাধারণ বৈদ্যুতিক বাল্বে কিভাবে আলো উৎপন্ন হয়?
-সাধারণ বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট হিসেবে সরু টাংস্টেন তার ব্যবহার করা হয়। টাংস্টেনের উচ্চ রোধের কারণে ফিলামেন্ট বিদুৎপ্রবাহ চালনা করলে ফিলামেন্ট খুব উত্তপ্ত হয় এবং তাই ফিলামেন্টটি শ্বেততপ্ত হয়ে উজ্জল আলো বিকিরণ করে।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ঠ হয় না, এর কারণ কী? (২৬ তম বিসিএস)
-মাটির সাথে সংযোগ হয় না
২. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? (২৪ তম বিসিএস)
- অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের জন্য
৩.বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট জনিত ক্ষতিরোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা হলো – (যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক:৯৯)
-ছোট সরু তার
৪.থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম – (থানা ও জেলা সমাজসেবা অফিসার:৯৯)
-আর্থপিন
৫. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে? (জাতীয় সংসদ সচিবালয়ের অধীন সহকারী সচিব:৯৬)
-টমাস এডিসন।
৬.টমাস আলফা এডিসন কি আবিষ্কার করেন – (ভূতাত্তিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৬)
-বৈদ্যুতিক বাল্ব
৭. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি? (১৮ তম বিসিএস)
-টমাস এডিসন।
৮.সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ – (পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ৯৫)
-তাপ সৃষ্টি
-তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে।
*বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ঠ হয় না, এর কারণ কী?
-পাখি সাধারণত একটি তারে বসে। তাই বর্তনী সম্পূর্ণ না হওয়ায় পাখির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়না। কিন্তু যদি পাখিটি অন্য তার স্পর্শ করে তাহলে বর্তনী সম্পূর্ণ হবে এবং পাখির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবার ফলে পাখিটি মরে যাবে।
** বাদুড় বা অন্যান্য পাখিকে বৈদ্যুতিক তারে মাঝে মাঝে মৃত অবস্থায় ঝুলতে দেখা যায় কেন?
-বাদুড় বা অন্যান্য যে সকল পাখি যখন একটি তারে বসে অন্য তার স্পর্শ করে তখন বর্তনী সম্পূর্ণ হয় এবং বাদুড় বা অন্যান্য পাখির শরীরের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবার ফলে বাদুড় বা পাখিটি মারা যায়।
**শট সার্কিট কি?
-কোন কারনে বিপরীত ধর্মী তড়িতের দুটি লাইনের মধ্যে সরাসরি সংযোগ ঘটলে সমগ্র লাইনের রোধ খুব কমে যায়। ফলে লাইনের তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে যায়। এত প্রচুর তাপ উৎপন্ন হয় এবং লাইনে আগুন ধরে যায়। একে শট সার্কিট বলে।
**ফিউজ কি?
-নিম্ন গলনাঙ্কবিশিষ্ট ছোট সরু তার যা বর্তনীতে শ্রেনী সমবায়ে যুক্ত করা হয়। শর্টসার্কিট জনিত কারনে বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ হলে ফিউজটি গলে যায়। ফলে যন্ত্রপাতি রক্ষা পায়।
**ফিউজ তার কি দিয়ে তৈরি?
-টিন (২৫%) ও সীসা (৭৫%) এর মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু।
** আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন?
-অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের জন্য ।
** সান্ট কি?
-সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্য দিয়ে যাতে উচ্চমানের বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে সেজন্য যন্ত্রের সাথে সমান্তরালে যে নিম্নমানের রোধ যোগ করা হয় তাকে সান্ট বলে।
**থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম কি?
-আর্থপিন।
**বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?
-টমাস এডিসন।
**বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
-টমাস এডিসন।
**সাধারণ বৈদ্যুতিক বাল্বে কিভাবে আলো উৎপন্ন হয়?
-সাধারণ বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট হিসেবে সরু টাংস্টেন তার ব্যবহার করা হয়। টাংস্টেনের উচ্চ রোধের কারণে ফিলামেন্ট বিদুৎপ্রবাহ চালনা করলে ফিলামেন্ট খুব উত্তপ্ত হয় এবং তাই ফিলামেন্টটি শ্বেততপ্ত হয়ে উজ্জল আলো বিকিরণ করে।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ঠ হয় না, এর কারণ কী? (২৬ তম বিসিএস)
-মাটির সাথে সংযোগ হয় না
২. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? (২৪ তম বিসিএস)
- অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের জন্য
৩.বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট জনিত ক্ষতিরোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা হলো – (যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক:৯৯)
-ছোট সরু তার
৪.থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম – (থানা ও জেলা সমাজসেবা অফিসার:৯৯)
-আর্থপিন
৫. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে? (জাতীয় সংসদ সচিবালয়ের অধীন সহকারী সচিব:৯৬)
-টমাস এডিসন।
৬.টমাস আলফা এডিসন কি আবিষ্কার করেন – (ভূতাত্তিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৬)
-বৈদ্যুতিক বাল্ব
৭. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি? (১৮ তম বিসিএস)
-টমাস এডিসন।
৮.সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ – (পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ৯৫)
-তাপ সৃষ্টি