Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3745
১.তড়িৎ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা বলতে কি বুঝায়?
-কোন পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এক সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হেয় বা যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে তাড়িৎ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা বলে।
২.বৈদ্যুতিক ক্ষমতার একক কি?
-বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। তবে বৈদ্যুতিক ক্ষমতাকে কিলোওয়াট এবং মেগাওয়াট এককেও প্রকাশ করা হয়ে থাকে।
৩.এক ওয়াট কি?
-প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে।
৪.বৈদ্যুতিক ক্ষমতা হলো
-১ ওয়াট=১ ভোল্ট X ১ অ্যাম্পিয়ার।
৫.বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা কিসের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করি?
-শক্তি।
৬.বিদ্যুৎ শক্তির ব্যবহারিক একক কি?
-কিলোওয়াট-ঘন্টা।
৭.এক বৈদ্যুতিক ইউনিট বা এক বোর্ড অব ট্রেড ইউনিট সমান কত?
-এক কিলো ওয়াট ঘন্টা
৮.কিলোওয়াাট ঘন্টা ও জুলের সম্পর্ক কি?
-1 কিলোওয়াট ঘন্টা =3600X10³ জুল =3600 কিলোজুল।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বৈদ্যুতিক ক্ষমতার একক – (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১)
-ওয়াট
২.ওয়াট কিসের একক? (পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক:০৪)
-উজ্জলতার
৩.ওয়াট হলো – (তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী:০১)
-১ ভোল্ট X ১ অ্যাম্পিয়ার
৪.বৈদ্যুতিক ক্ষমতা হলো – (তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী:০১)
-I²R
৫.বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হলো – (তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী:০১)
-শক্তি
৬.এক বৈদ্যুতিক ইউনিট সমান কত? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৬)
-এক ওয়াট সেকেন্ড
৭.বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:৯৮)
-কিলোওয়াট ঘন্টা
৮.১ কিলোওয়াট ঘন্টা নিচের কোনটির সমান? (বাংলাদেশ রেলওয়ে উপসহকারী:০৬)
-৩৬০০ কিলো জুল
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1248 Views
    by shahan
    0 Replies 
    1378 Views
    by kajol
    0 Replies 
    1305 Views
    by romen
    0 Replies 
    826 Views
    by tumpa
    0 Replies 
    938 Views
    by shahan

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]