Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3723
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ = বুধ।
মানবদেহে ক্রমজোম রয়েছে = ২৩ জোড়া।
যে মশার কামড়ে চিকুনগুনিয়া হয় = এডিস মশা।
গর্ভাবস্থায় মায়েদের জন্য অত্যাবশ্যকীয় টিকা = টিটি।
পানির গভীরতা মাপার একক = ফ্যাদম।
নিউটনের তৃতীয় সূত্রের তত্ব তথা ভরবেগের সংরক্ষণের সূত্র অনুসারে চলে = রকেট।
কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয় পৃথিবীর = বিষুবীয় অঞ্চলে।
জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় = পানির বিভব শক্তি।
শব্দ সঞ্চালণের জন্য মাধ্যম প্রয়োজন এটি প্রমাণ করেন = অটো ভন গেরিক।
কাচের ওপর ধাতুর প্রলেপ দেয়াকে বলে = পারা লাগানো বা সিলভারিং।
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর থাকে = নাইট্রোজেন।
পানির তাপমাত্রা সবচেয়ে বেশি = ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
পারমানবিক বোমা তৈরি করা করা হয়েছে যে নীতির ওপর ভিত্তি করে = ফিশন।
এক্সরে বিকিরণ পরিমাপ করার একক হলো = রন্টজেন।
লোহার প্রধান আকরিক হলো = হেমাটাইট।
সবচেয়ে বেশি শক্তি উাৎপাদনকারী খাদ্য উপাদান – স্নেহ পদার্থ।
যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন হয় না তাকে বলে – স্কেলার রাশি।
পানির আপেক্ষিক তাপ মাটির তাপের চেয়ে = ৫ গুণ বেশি।
রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রং – ৩টি।
অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে = ১৯৭৬ সালে।
কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনের ব্যবহৃত হয় = মডেম।
কৃত্রিম জিন আবিষ্কার করেন = হরগোবিন্দ খোরানা।
ভরের একক = কিলোগ্রাম।
শব্দের চেয়ে দ্রুত গতির বিমান = সুপারসনিক বিমান।
শিশুদের রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে = ভিটামিন ডি।
লোহার মধ্যে শব্দ বাতাসের তুলনায় = ১৫ গুণ দ্রুত চলে।
ইঞ্জিনের উত্তাপ কম রাখার যন্ত্র = রেডিয়েটর।
কোষের মস্তিষ্ক বলা হয় = নিউক্লিয়াসকে।
জিনতত্বের জনক বলা হয় = গ্রেগর জোহান মেন্ডেলকে।
মানবশিশুর দুধ দাতের সংখ্যা = ২০টি।
কর্কট রোগ বলতে বোঝায় = ক্যান্সারকে।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]