Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3703
১.চম্বুকের বিশেষত্ব কি?
-চৌম্বকের দুইটি বিশেষ ধর্ম রয়েছে। যথা:
ক.আকর্ষনীয় ধর্ম
খ.দিক নির্দেশক ধর্ম
২.চম্বুকের কোন স্থানে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি?
-প্রান্তে।
৩.চম্বুকের কোন স্থানে আকর্ষণ ক্ষমতা থাকে না?
-মাঝখানে।
৪.ম্যাগনোটা কি?
-এক ধরনের চৌম্বক।
৫.প্রাকৃতিক চম্বুককে পূর্বে কি বলা হতো?
-লোড স্টোন।
৬.কৃত্রিম চৌম্বক কত প্রকার ও কি কি?
-কৃত্রিম চৌম্বক দুই প্রকার । যথা:
ক.অস্থায়ী চৌম্বক
খ.স্থায়ী চৌম্বক
৭.অস্থায়ী চৌম্বক কাকে বলে?
-চৌম্বক ক্ষেত্র অপসারিত হওয়ার সাথে সাথে যে কৃত্রিম চৌম্বকের চম্বুকত্ব বিলুপ্ত হয় তাকে অস্থায়ী চৌম্বক বলে।
৮.স্থায়ী চৌম্বক কাকে বলে?
-চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও যে কৃত্রিম চৌম্বকের চম্বুকত্ব সহজে বিলুপ্ত হয় না তকে স্থায়ী চৌম্বক বলে।
৯.স্থায়ী চৌম্বুক কত প্রকার ও কি কি?
-ক.সংকর চৌম্বক
খ.সিরামিক চুম্বক
১০.স্থায়ী চৌম্বুক তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়?
-ইস্পিাত, এলকিনো সংকর, ফেরাইট নামক যৌগিক পদার্থ।
১১.ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
-চৌম্বক ক্ষেত্র হিসেবে।
১২.টেপরেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি চম্বুক ব্যবহৃত হয়?
-সিরামিক চম্বুক।
১৩.চৌম্বক পদার্থ কাকে বলে?
-যে সকল পদার্থকে চম্বুক আকর্ষণ করে এবং যাদের চম্বুকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে।
১৪.চৌম্বক পদার্থগুলোর নাম কি?
-লোহা, লোহার যৌগ, লোহার ধাতু ও নিকেল।
১৫.ফেরোম্যাগনেটিক পদার্থ কি?
-চৌম্বক পদার্থগুলোকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোনটি চৌম্বক পদার্থ? (১৩ তম বিসিএস)
-কোবাল্ট
২.কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? (২০ তম বিসিএস)
-এলুমিনিয়াম
৩.ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? (২৩ তম বিসিএস)
-চৌম্বক ক্ষেত্র হিসেবে
৪.টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কোন চেীম্বক ব্যবহৃত হয়? (২৮ তম বিসিএস)
-স্থায়ী চৌম্বক
৫. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কোন চম্বুক বহুল ব্যবহৃত? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৪)
-সিরামিক চৌম্বুক

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]