- Thu Oct 08, 2020 12:39 pm#3647
১.ক্যামেরায় গঠিত বিম্ব কি রকম হয়?
-সদ, উল্টো ও খর্বত বিম্ব।
২.ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে?
-সিলভার হ্যালইড।
৩.স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
-২৫ সেন্টিমিটার।
৪.স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব কত?
-অসীম।
৫.দর্শনাভূতির স্থায়িত্বকাল কত?
-০.১ সেকেন্ড।
৬.কোন বস্তু হতে আলোকরশ্মি চোখের লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে কোথায় বিম্ব গঠন করে?
-রেটিনায়।
৭.রেটিনায় গঠিত বিম্বটি কি রকম হয়?
-সদ, উল্টো ও খর্বিত বিম্ব।
৮.চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
-রেটিনা।
৯.চোখের পাতার সাথে ক্যামেরার কোন অংশের মিল বিদ্যমান?
-সাটার।
১০.দুটি চোখ থাকার সুবিধা কি?
-দুইটি বস্তুর প্রকৃত অবস্থান, তাদের পারস্পারিক দূরত্ব নির্নয়ে এবং বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হওয়ার জন্য দুটি চোখের প্রয়োজন।
১১.চোখের ত্রুটি কত প্রকার ও কি কি?
-দুই প্রকার । যথা:
১.হ্রস্ব দৃষ্টি
২.দীর্ঘ দৃষ্টি
১২.হ্রস্ব দৃষ্টি কি?
-এই ত্রুটি গ্রস্ত চোখ দুরের জিনিস ভালোভাবে দেখতে পায়না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়।
১৩.হ্রস্ব দৃষ্টির চিকিৎসায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
-অবতল
১৪.দীর্ঘ দৃষ্টি কি?
-এই ত্রুটি গ্রস্থ চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায়না।
১৫.দীর্ঘ দৃষ্টির চিকিৎসায় কি লেন্স ব্যবহার করা হয়?
-উত্তল লেন্স।
১৬.চোখের কোন ত্রুটির কারনে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান দেখা যায় না?
-বিষম দৃষ্টি।
১৭.আতশী কাচে গঠিত বিম্ব কি রকম হয়?
-সোজা, বিবর্ধিত ও অসদ বিম্ব।
১৮.জটিল অনুবিক্ষণ যন্ত্রে বিম্ব কি রকম হয়?
-উল্টো ও বিবর্ধিত।
১৯.নভোবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
-ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার।
২০.পেরিস্কোপ কোন নীতির ওপর তৈরি হয়?
-প্রতিফলন ও ব্যতিচার।
-সদ, উল্টো ও খর্বত বিম্ব।
২.ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে?
-সিলভার হ্যালইড।
৩.স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
-২৫ সেন্টিমিটার।
৪.স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব কত?
-অসীম।
৫.দর্শনাভূতির স্থায়িত্বকাল কত?
-০.১ সেকেন্ড।
৬.কোন বস্তু হতে আলোকরশ্মি চোখের লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে কোথায় বিম্ব গঠন করে?
-রেটিনায়।
৭.রেটিনায় গঠিত বিম্বটি কি রকম হয়?
-সদ, উল্টো ও খর্বিত বিম্ব।
৮.চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
-রেটিনা।
৯.চোখের পাতার সাথে ক্যামেরার কোন অংশের মিল বিদ্যমান?
-সাটার।
১০.দুটি চোখ থাকার সুবিধা কি?
-দুইটি বস্তুর প্রকৃত অবস্থান, তাদের পারস্পারিক দূরত্ব নির্নয়ে এবং বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হওয়ার জন্য দুটি চোখের প্রয়োজন।
১১.চোখের ত্রুটি কত প্রকার ও কি কি?
-দুই প্রকার । যথা:
১.হ্রস্ব দৃষ্টি
২.দীর্ঘ দৃষ্টি
১২.হ্রস্ব দৃষ্টি কি?
-এই ত্রুটি গ্রস্ত চোখ দুরের জিনিস ভালোভাবে দেখতে পায়না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়।
১৩.হ্রস্ব দৃষ্টির চিকিৎসায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
-অবতল
১৪.দীর্ঘ দৃষ্টি কি?
-এই ত্রুটি গ্রস্থ চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায়না।
১৫.দীর্ঘ দৃষ্টির চিকিৎসায় কি লেন্স ব্যবহার করা হয়?
-উত্তল লেন্স।
১৬.চোখের কোন ত্রুটির কারনে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান দেখা যায় না?
-বিষম দৃষ্টি।
১৭.আতশী কাচে গঠিত বিম্ব কি রকম হয়?
-সোজা, বিবর্ধিত ও অসদ বিম্ব।
১৮.জটিল অনুবিক্ষণ যন্ত্রে বিম্ব কি রকম হয়?
-উল্টো ও বিবর্ধিত।
১৯.নভোবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
-ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার।
২০.পেরিস্কোপ কোন নীতির ওপর তৈরি হয়?
-প্রতিফলন ও ব্যতিচার।