Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3630
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র – অডিও মিটার।
ক্যালকুলেটরের জনক বলা হয় – স্যার আইজ্যাক নিউটনকে।
অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি – ভূ-পৃষ্ঠে।
তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ – হ্রাস পায়।
৫০॰ ফারেনহাইট উষ্ণতার সমান - ১০॰ সেন্টিগ্রেড।
কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন – ম্যাক্স প্লাঙ্ক।
দুধের ঘনত্ব নির্নায়ক যন্ত্র – ল্যাক্টোমিটার।
শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয় – স্থিতিস্থাপক মাধ্যম ।
রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো – প্রিজমের কাজ করে।
ডুবো জাহাজ থেকে পানির ওপরের কোনো বস্তু দেখার জন্য প্রয়োজন হয় – পেরিস্কোপ।
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বৈদ্যুতিক খরচ – একই হয়।
মস্তিষ্ক যে তন্ত্রের অঙ্গ – স্নায়ু তন্ত্র।
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো – আইসোটোপ।
পৃথিবীতে সকল শক্তির প্রধান উৎস – সূর্য।
স্বর্নের খাদ বের করতে যে এসিড ব্যবহৃত হয় – নাইট্রিক এসিড।
পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কাজ করে – সোডিয়াম।
প্রাণীজগতের উৎপত্তি বিদ্যাকে বলে – জেনেটিক্স।
মাশরুম এক ধরনের – ফাঙ্গাস।
কোষের প্রাণশক্তি বলা হয় – মাইটোকন্ড্রিয়া।
ক্লোনিং পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী ভেড়ার নাম – ডলি।
জীবের রাসায়নিক গঠন উপাদান হলো – ডিএনএ।
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে – পানি সেচ।
উদ্ভীদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় – মূল ও কান্ডের অগ্রভাগে।
দুধকে টক করে – ব্যাকটেরিয়া।
রক্তের লোহিত কণিকার কাজ – অক্সিজেন বহন করা।
মুক্তা হলো ঝিনুকের - প্রদাহের ফল।
সুষম খাদ্যের উপাদান – ৬ টি।
যে ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় – ভিটামিন সি।
মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ – ত্বক।
মানুষের শরীরে হাড়ের সংখ্যা – ২০৬ টি।
জিহ্বার পৃষ্ঠদেশ গ্রহণ করে – তিক্তস্বাদ।
মানুষের শরীরে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত – ১: ৭০০।
যে হরমোন প্রোটিন জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণ করে – থাইরক্সিন।
জন্ডিসে আক্রান্ত হয় মানবদেহের – যকৃত।
ইনসুলিনের অভাবে যে রোগ হয় – ডায়াবেটিস।
এন্টিবায়োটিকের কাজ – জীবাণু ধ্বংস করা ।
যে ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক রয়েছে – খেসারি।
ইউরিয়া সার থেকে উদ্ভিদ যে খাদ্য উপাদান গ্রহণ করে – নাইট্রোজেন।
গাড়ির বেটারিতে ব্যবহৃত হয় – সালফিউরিক এসিড।
মতিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে যে রোগ হয় – পারকিনসন।
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে – ক্রোমোজম।
অন্ধকারে জ্বল জ্বল করার জন্য ঘড়ির কাটার প্রলেপ দেয়া হয় – থোরিয়াম ও জিংক সালফাইডের মিশ্রণ।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]