Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3609
১.মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য কি?
-এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে । মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে তাকে অভিকর্ষ বলে।
২.কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে কেন?
-গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য।
৩.পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
-মধ্যাকর্ষণ বলের জন্য।
৪.বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত হয় কেন?
- মধ্যাকর্ষণ বলের জন্য।
৫.মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন কে?
-নিউটন।
৬.অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
-অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
৭. অভিকর্ষজ ত্বরনের মান কত?
- অভিকর্ষজ ত্বরনের মান 9.81 মিটার/সেকেন্ড²।
৮. অভিকর্ষজ ত্বরন সর্বোচ্চ কোথায়?
-ভূ-পৃষ্ঠে।
৯.ভূ-পৃষ্ঠের কোথায় অভিকর্ষজ ত্বরনের মান সবচেয়ে কম?
-বিষুবীয় অঞ্চলে।
১০.বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরনের মান সর্বনিম্ন কেন?
- বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরনের মান সর্বনিম্ন কারণ –
ক.বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি।
খ.বিষূবীয় অঞ্চলে পৃথিবীর আহ্নিক গতি সবচেয়ে বেশি।
১১. .ভূ-পৃষ্ঠের কোথায় অভিকর্ষজ ত্বরনের মান সবচেয়ে বেশি?
-মেরু অঞ্চলে।
১২.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
-শূণ্য

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে – (কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক:০১)
-গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য
২.পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে – (মাধ্যামিক বিদ্যালয় প্রধান শিক্ষক:০০)
-অভিকর্ষ
৩.অভিকর্ষ হলো বস্তুর উপর – (বেতার প্রকৌশল প্রশিক্ষণ:০৩)
-কেন্দ্রমুখী বল
৪.বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে কিভাবে? (সহকারী থানা শিক্ষা অফিসার:৯৫)
- পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
৫.পৃথিবীর ঘোরার ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
-মধ্যাকর্ষণ বলের জন্য
৬. মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন –
-নিউটন
৭.অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে - (মাধ্যামিক বিদ্যালয় প্রধান শিক্ষক:০০)
-উচ্চতর ক্রিয়ায়
৮.পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরণ কত?
- 9.8 মিটার/সেকেন্ড²
৯.মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? (২১ তম বিসিএস)
-ভূ-পৃষ্ঠে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    529 Views
    by rafique
    0 Replies 
    725 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]