Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3589
১.খনিজ কাকে বলে?
-কতকগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে তাকে খনিজ বলে।
২.একটি মাএ মৌল দিয়ে গঠিত খনিজের উদাহরণ দাও?
-হীরা, সোনা, তামা, রূপা, পারদ ও গন্ধক।
৩.সবচেয়ে কঠিন খনিজ কি?
-হীরা।
৪.সবচেয়ে নরম খনিজ কি?
-টেলক।
৫.শিলা কাকে বলে?
-শিলা এক বা একাধিক খনিজের মিশ্রন।
৬.শিলা ও খনিজের ধর্ম কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
-খনিজের ধর্ম এর গঠনকারী মৌল দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরদিকে শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত।
৭.শিলা কত প্রকার ও কি কি?
-শিলা তিন ধরণের। যথা-
-ক.আগ্নেয় শিলা
খ.পাবলিক শিলা
গ.রূপান্তরিত শিলা
৮.আগ্নেয় শিলা কাকে বলে?
-পৃথিবীর শুরু থেকে যে সব শিলা উত্তপ্ত গলিত অবস্থা হতে শীতল ও ঘনীভূত হয়ে কঠিন হয়েছে তাই আগ্নেয় শিলা।
৯.আগ্নেয় শিলার অন্য নাম কি?
-প্রাথমিক শিলা, অস্তরীভূত শিলা।
১০.আগ্নেয় শিলার উদাহরণ কি?
-গ্রানাইট, গ্যাব্রো, সায়েনাইট, ডাইক, সিল, টাফ ,ব্রেসিয়া, রায়োলাইট, ব্যাসল্ট, অ্যান্ডেসাইট, ব্যাথোলিথ ইত্যাদি।
১১.পাবলিক শিলা কাকে বলে?
-চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, বেলেপাথর, কর্দমাপাথর, চক, কোকিনা, লবণ, ডায়াটম প্রভৃতি।
১২.পাবলিক শিলার বৈশিষ্য কি?
-পাবলিক শিলার বৈশিষ্ট্য –
স্তরায়ন, জীবাশ্মের উপস্থিতি, তরঙ্গ ছাপ, কর্দম ফাটল।
১৩.জীবাশ্ম কি?
-পাবলিক শিলাস্তরের মধ্যে নানাবিধ সামুদ্রিক জীবজন্তুর কঙ্কাল ও উদ্ভিদের দেহাবশেষ প্রস্তরীভুত অবস্থায় থাকতে দেখা যায়। এগুলোকে জীবাশ্ম বলে।
১৪.ফসিওলজি কি?
-জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান।
১৫.রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি?
-প্রধান রূপান্তরিত শিলা হলো:
নিস: গ্রানাইট থেকে নিস এর সৃষ্টি হয়।
স্প্লেট: শেল থেকে স্প্লেট এর সৃষ্টি হয়।
মার্বেল: চুনাপাথর বা ডোলোমাইট থেকে সৃষ্টি হয়।
গ্রাফাইট: কয়লা থেকে সৃষ্টি হয়।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.পলি দ্বার গঠিত কোন শিলা? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-পাললিক শিলা
২.পাললিক শিলার অপর নাম কি? (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রদর্শক:০৪)
-স্তরীভূত শিলা
৩.পাললিক শিলায় ---- (শ্রম অধিদপ্তরের অধীন শ্রম অফিসার:৯৬)
-স্তর ও জীবাশ্ম দুটোই আছে।
৪.যে বিজ্ঞান জীবাশ্ম সম্পর্কে আলোচনা করে ---
-ফসিওলজি
৫.মার্বেল পাথর কোন শ্রেনীর পাথর? (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রদর্শক:০৪)
-রূপান্তরিত শিলা
৬.চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
-মার্বেল
৭.কোনটি রূপান্তরিত শিলা নয়? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:৯৮)
-কেওলন
৮.গ্রাফাইট কোন ধরণের শীলা? (দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক:০৩)
-রূপান্তরিত শিলা

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]