Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3579
১.বায়ুর আদ্রতা বলতে কি বুঝায়? বায়ুর আদ্রতা কত ধরণের ও কি কি?
-বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতা ২ ভাগে প্রকাশ করা যেতে পারে। যথা:
১.পরম আর্দ্রতা
২.আপেক্ষিক আর্দ্রতা
২.পরম আর্দ্রতা বলতে কি বোঝায়?
-কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে পরম আর্দ্রতা বলে।
৩.আপেক্ষিক আর্দ্রতা কি?
-কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ আর একই আয়তনের বায়ুকে একই উষ্ণতায় পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন এ দুইটির অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। একে শতকরায় প্রকাশ করা হয়।
৪.আবহাওয়ায় ৯০% আর্দ্রতা বলতে কি বোঝায়?
-আবহাওয়ার ৯০% আর্দ্রতা বলতে বুঝায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় শতকরা ৯০ ভাগ।
৫.চট্টগ্রাম ও বগুড়ার তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৭৫% ও ৫০% হলে কোন স্থান তুলনামূলকভাবে আরামদায়ক হবে?
-বগুড়া।
৬.হাইগ্রোমিটার কি?
-বায়ুর আদ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।
৭.তাপমাত্রার সাথে বায়ুর আদ্রতার সম্পর্ক কি?
-বায়ুর তাপমাত্রা হ্রাস পেলে জলীয়বাষ্পের ধারণ ক্ষমতাও হ্রাস পায়। তখন বায়ুকে পরিপৃক্ত করতে আগের চেয়ে কম জলীয়বাষ্পের প্রয়োজন হয়। ফলে বায়ুর আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পায়। বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেলে আপেক্ষিক তাপমাত্রা হ্রাস পায়।
৮.পরিপৃক্ত বায়ু কি?
-কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করে , সেই পরিমাণ জলীয়বাষ্প বায়ুতে থাকলে বায়ু আর জলীয়বাষ্পের গ্রহণ করতে পারে না। তখন সেই বায়ুকে পরিপৃক্ত বায়ু বলে।
৯.শীতকালে ঠোট ও গায়ের চামড়া পমেট বা গ্লিসারিন লাগানো হয় কেন?
-শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে বলে বাতাস শরীরে অনাবৃত অংশ হতে জলীয় বাষ্প শোষণ করে নেয়। তাই শীতকালে ঠোট ও গায়ের চামড়া ফেটে যায়। ঠোট ও গায়ের চামড়া ফাটা বন্ধ করতে গ্লিসারিন লাগিয়ে চামড়াকে ভিজা রাখা হয়।
১০.বর্ষার দিন অপেক্ষা শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন?
-বর্ষার দিনে বাতাস জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে । ফলে বাতাস অধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে না। শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে বলে বাতাস ভিজা কাপড় হতে দ্রুত জলীয়বাষ্প শোষণ করে সম্পৃক্ত হতে চায়। ফলে শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায়।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে --- (১৬ তম বিসিএস)
-বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
২.বাতাসে তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা – (পরিসংখ্যান ব্যুরোর কম্পিউটার কর্মকর্তা:৯৫)
-বাড়ে
৩.দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে –
-প্রথমটি
৪.শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া ও ঠোট ফেটে যায় কারণ – (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯০)
-আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে
৫.শীতকালে ঠোট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ – (সহকারী থানা শিক্ষা অফিসার: ০৫)
-বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম বলে
৬.শীতকালে চমড়া ফাটে কেন? (পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক:০৪)
-আর্দ্রতার অভাবে
৭.শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন?
-বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে
৮.বার্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ- (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৭)
-বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]