- Sun Sep 27, 2020 5:34 pm#3465
১.কলা কাকে বলে?
-একই উৎস থেকে সৃষ্টি এবং একই কাজ সম্পাদনের জন্য নিবিড়ভাবে অবস্থানকারী কোষগুচ্ছকে কলা বলে।
২.কলা কত প্রকার ও কি কি?
-কলা সাধারণত দুই প্রকার । যথা: ভাজক কলা ও স্থায়ী কলা
৩.ভাজক কলা কি?
-যে কলার কোষগুলো বিভাজনে সক্ষম তাকে ভাজক কলা বলে।
৪.ভাজক কলার কাজ কি?
-ক.মূল ও কান্ডের দৈর্ঘ্য বৃদ্ধি
খ.মূল ও কান্ডের বেড় বৃদ্ধি
৫.স্থায়ী কলা কি?
-যে কলার কোষগুলো বিভাজনে অক্ষম তাকে স্থায়ী কলা বলে।
৬.স্থায়ী কলার কাজ কী?
-খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয়, খাদ্য-পানি-খনিজ লবণ পরিবহন, বিভিন্ন অঙ্গের দৃঢ়তা প্রদান ইত্যাদি।
৭.পরিবহন টিস্যুতন্ত্র কিসের সমন্বয়ে গঠিত?
-জাইলেম ও ফ্লোয়েম।
৮.জাইলেমের কাজ কি?
-পানি ও খনিজলবণ মূল হতে পাতায় পরিবহন করা।
৯.ফ্লোয়েমের কাজ কি?
-পাতায় তৈরি খাদ্য পরিবহন করা।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে – (তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের রিসার্চ অফিসার:০৬/তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার:০৫)
-কলা
২.উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে? (গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচার:০৩)
-জাইলেম
৩.স্থায়ী কলার কাজ – (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রদর্শক:০৪)
-খাদ্য উৎপাদন, সঞ্চয়, দৃঢ়তাপ্রদান, উপরের সবগুলো
৪.উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়? (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার:৯৩)
-মূল ও কান্ডের অগ্রভাগে
-একই উৎস থেকে সৃষ্টি এবং একই কাজ সম্পাদনের জন্য নিবিড়ভাবে অবস্থানকারী কোষগুচ্ছকে কলা বলে।
২.কলা কত প্রকার ও কি কি?
-কলা সাধারণত দুই প্রকার । যথা: ভাজক কলা ও স্থায়ী কলা
৩.ভাজক কলা কি?
-যে কলার কোষগুলো বিভাজনে সক্ষম তাকে ভাজক কলা বলে।
৪.ভাজক কলার কাজ কি?
-ক.মূল ও কান্ডের দৈর্ঘ্য বৃদ্ধি
খ.মূল ও কান্ডের বেড় বৃদ্ধি
৫.স্থায়ী কলা কি?
-যে কলার কোষগুলো বিভাজনে অক্ষম তাকে স্থায়ী কলা বলে।
৬.স্থায়ী কলার কাজ কী?
-খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয়, খাদ্য-পানি-খনিজ লবণ পরিবহন, বিভিন্ন অঙ্গের দৃঢ়তা প্রদান ইত্যাদি।
৭.পরিবহন টিস্যুতন্ত্র কিসের সমন্বয়ে গঠিত?
-জাইলেম ও ফ্লোয়েম।
৮.জাইলেমের কাজ কি?
-পানি ও খনিজলবণ মূল হতে পাতায় পরিবহন করা।
৯.ফ্লোয়েমের কাজ কি?
-পাতায় তৈরি খাদ্য পরিবহন করা।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে – (তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের রিসার্চ অফিসার:০৬/তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার:০৫)
-কলা
২.উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে? (গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচার:০৩)
-জাইলেম
৩.স্থায়ী কলার কাজ – (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রদর্শক:০৪)
-খাদ্য উৎপাদন, সঞ্চয়, দৃঢ়তাপ্রদান, উপরের সবগুলো
৪.উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়? (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার:৯৩)
-মূল ও কান্ডের অগ্রভাগে