Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3441
কোষ বিভাজন:
১.কোষ বিভাজন কত প্রকার ও কি কি?
-তিন প্রকার । যথা: মিয়োসিস, মাইটোসিস ও অ্যামাইটোসিস
২.অ্যামাইটোসিসের বৈশিষ্ঠ্য লিখ।
-অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নিম্নরূপ:
-নিউক্লিয়াসটির নিউক্লিয় সামগ্রী প্রথমে সরাসরি দুইটি অংশে বিভক্ত হয় এবং কোষটিও মধ্যভাগ বরাবর দুইভাগে বিভক্ত হয়।
-একটি কোষ হতে দুটি কোষের সৃষ্টি হয়।
-প্রোক্যারিওটিক কোষ যেমন: ব্যাকটেরিয়া, ইস্টে এ বিভাজন দেখা যায়।
৩.অ্যামাইটোসিসের অন্য নাম কি?
-দ্বিবিভাজন
৪.মাইটোসিসের বৈশিষ্ট্য লিখ।
-মাইটোসিসের বৈশিষ্ট্য নিম্নরূপ:
-অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান।
-প্রতি বিভাজনে একটি মাতৃকোষ হতে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়।
-দেহকোষ ও জনন মাতৃকোষ এ বিভাজন হয়।
৫.মিয়োসিসের বৈশিষ্ট্য লিখ।
-মিয়োসিসের বৈশিষ্ট্য নিম্নরূপ:
-অপত্য কোষে ক্রমোজমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক।
-প্রতি বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ তৈরি হয়।
-শুধুমাত্র জনন মাতৃকোষে এ বিভাজন হয়।
৬.নিষেক কি?
-পুরুষ ও স্ত্রী জননকোষ একীভবনের পর এগুলোর নিউক্লিয়াসের পরস্পর মিলনকে নিষেক বলে।
৭.জাইগোট কি?
-নিষেকের ফলে উৎপন্ন কোষকে জাইগোট বলে।
৮.ইনপ্লানটেশন কি?
-জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিষ্ট প্রথিত হওয়াকে ইমপ্লানটেশন বলে।
৯.ক্যান্সার কী?
-শরীরে কোনো স্থানে কোষের দ্রুত অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজন হলে তাকে ক্যান্সার বলে।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ও জেলা সহকারী শিক্ষা অফিসার: ০৩)
-তিন প্রকার
২.ব্যাকটেরিয়াতে কোন ধরণের কোষ বিভাজন হয়? (গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের ইলেক্রিনিক্স ইঞ্জিনিয়ারিং: ৯৯)
-এ্যামাইটোসিস
৩.অপত্য কোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে? (মাদ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১)
-মিয়োসিস
৪.জলবায়ুর কোন স্তরে বাস্টোসিস্ট প্রোথিত হয়? (মাধ্যমিক স্কুল সহ: প্রধান শিক্ষক: ০৩)
-এন্ডোমেট্রিয়াম
৫.মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে – (বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের অধীন সহকারী বিস্ফোরক পরিদর্শক: ০৩)
-দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়।
৬.ক্যান্সার রোগের কারণ কী? (২৮ তম বিসিএস/তথ্য মন্ত্রণালয়ের অধীন রিসার্চ অফিসার: ০৬)
-কোষের অস্বাভাবিক বৃদ্ধি

    বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি 'বায়ো-ট্রেড[…]

    ঢাকার সন্নিকটে ঐত্যিবাহী মালখানগর কলেজ, মালখানগর, […]

    বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদ[…]