Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3426
রক্ত বাহিকা:
১.রক্তবাহিকা কত প্রকার ও কি কি?
-রক্তবাহিকা তিন প্রকার। যথা: ধমনী, শিরা, কৈশিক জালিকা।
২.ধমনীর কাজ কি?
-অক্সিজেন যুক্ত রক্ত হৃদপিন্ড হতে দেহের বিভিন্ন অংশে পরিবহন করা ।
৩.কোন ধমনী কার্বন-ডাই-অক্সাইডযুক্ত পরিবহন করে?
-পালমোনারী ধমনী
৪.নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় কিসের মাধ্যমে?
-ধমনীর মাধ্যমে
৫.পূর্ণ বয়স্ক নাড়ীর স্পন্দন কত?
-৬০-৯০/মিনিট (গড়ে ৭২/মিনিট)
৬.শিরার কাজ কী?
-কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃদপিন্ডে পরিবহন করা
৭.কোন শিরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে?
-পালমোনারী শিরা
৮.কোন ধরণের রক্তনালীতে কোষ ও রক্তের মধ্য খাদ্যসার ও বর্জ্য পদার্থের আদান-প্রদান হয়?
-কৈশিক জালিকায়
৯.রক্তচাপ কি?
-প্রবাহমান রক্ত রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ প্রয়োগ করে, তাকে রক্তচাপ বলে।
১০.রক্তচাপ কত প্রকার ও কি কি?
-রক্তচাপ দুই প্রকার। সিস্টোলিক, ডায়াস্টোলিক রক্তচাপ।
১১.স্বাভাবিক রক্তচাপ কত?
-সিস্টোলিক: ১১০-১৪০ মি:মি: পারদ
ডায়াস্টোলিক: ৬০-৯০ মি:মি: পারদ
১২.উচ্চ রক্তচাপ কাকে বলে/
-সিস্টোলিক রক্তচাপ > ১৪০ মি:মি: পারদ বা ডায়াস্টোলিক রক্তচাপ > ৯০ মি:মি: পারদের চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে।
১৩.উচ্চ রক্তচাপের ফলে কি কি জটিলতা হতে পারে?
-উচ্চ রক্তচাপজনিত জটিলতা হল:
ক.স্ট্রোক
খ.হার্টফেইলর, হার্ট এ্যাটাক
গ.কিডনী নষ্ট হওয়া
ঘ.দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় – (১৬তম বিসিএস/শ্রম অধিদপ্তরের অধীনে শ্রম অফিসার: ৯৬)
-ধমনীর ভিতর দিয়া
২.ডাক্তার রোগীর নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন? (যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক: ৯৪)
-ধমনীর স্পন্দন
৩.পুর্ণ বয়স্ক সুস্থ ব্যক্তির নাড়ির স্পন্দন কত? (আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্টের রেজিস্ট্রার: ৯৪)
-৭২
৪.স্বাভাবিক পূর্ণ বয়স্ক মানুষের Pulse rate/ min - (খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য পরিদর্শক: ৯৬)
-৭২
৫.What is high blood pressure? (ইসলামী ব্যাংক সহকারী অফিসার:০৩)
-Excess of pressure exerted by blood against blood vessels.

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]