Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3420
পৃথিবীর উজ্জলতম কঠিন বস্তু
পৃথিবীর সবচেয়ে উজ্জল কঠিন বস্তু আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ডেনমার্কের কোপেন হেগেন বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণায় এ সফলতা পান। তারা বলেন, আজ পর্যন্ত এটাই পরীক্ষাগারে সৃষ্ট পৃথিবীর উজ্জলতম কঠিন বস্তু। নতুন ধরণের এ ধরণের বস্তু সোলার চিপসে ব্যবহার করে আগের চেয়ে বেশি পরিমাণে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। শুধু তাই নয় লেজার রশ্মি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তির উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
কৃত্রিম ত্বকে স্পর্শের অনুভূতি
স্পর্শের অনুভূতি সৃষ্টি করতে পারে এমন কৃত্রিম ত্বক উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা দাবি করেন, এ বিশেষ ত্বক কৃত্রিম হাত বা পা সংযুক্ত করা হলে তা বস্তুর শণাক্তের পাশাপাশি ষ্পর্শের অনুভূতি সৃষ্টি করতে পারে। গবেষকরা এ বিশেষ ত্বকের নাম দেন অ্যাসিনক্রোনাস কোডেড ইলেকট্রনিক স্কিন। এটি ১০০ টি ক্ষুদ্র সেন্সরযুক্ত এব বর্গসেন্টিমিটার আকারের একটি ডিভাইস। কৃত্রিম ত্বকে মানুষের স্নায়ুতন্ত্রের চেয়েও দ্রুতকাজ করে। এটি ব্রেইল অক্ষর ৯০% নিখুঁতভাবে পড়তে পারে। শুধু তাই নয়, ২০-৩০ ধরণের গঠনবিন্যাসও শনাক্ত করতে পারে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]