Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3391
১.উদ্ভিদের প্রজনন কত প্রকার ও কি কি?
-দুই প্রকার। যথা: যৌন ও অযৌন প্রজনন
২.অযৌন প্রজনন কত প্রকার ও কি কি?
-দুই প্রকার। যথা:
ক.অনুজীবের মাধ্যমে
খ.দেহ অঙ্গের মাধ্যমে
৩.অনুজীবের মাধ্যমে কোন কোন ঝীবের প্রজনন হয়?
-শৈবাল, ছত্রাক, মস, ফার্ণ।
৪.অঙ্গজ প্রজননের উদাহরণ দাও।
-বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রজনন হতে পারে। যেমন:
-মূলের সাহায্যে: মিষ্টি আলু, ডালিয়া, কাকরোল, পটল
কান্ডের সাহায্যে: আদা, হলুদ, সটি, আলু, ওল কচু, সাজিনা, বাশ
সাকারের সাহায্যে: কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা
পাতার সাহায্যে: পাথরকুচি

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোন উদ্ভিদের অনুজীবের মাধ্যমে প্রজনন হয়? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১)
-ফার্ণ
২.কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়? (সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা পরিদপ্তরে উপত্ত্বাবধায়ক:০৫/তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক গণযোগাযোগ প্রশিক্ষণ:০১)
-পাথরকুচি
৩.পাথরকুচির চারা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক,ঢাকা বিভাগ:০২)
-পাতার সাহায্যে

পরাগায়ন
১.পরাগায়ন কাকে বলে?
-পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের (একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতির অন্য একটি গাছের কোন একটি ফুলের) গর্ভমুন্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।
২.পরাগায়ন কত প্রকার ও কি কি?
-পরাগায়ন দুই প্রকার । যথা: স্বপরাগায়ন ও পরপরাগায়ন
৩.কোন কোন উদ্ভিদে স্বপরাগায়ন হয়?
-অল্প সংখ্যক উদ্ভিদে স্বপরাগায়ন হয়, যেমন: শিম, টমেটো, কানশিরা
৪.পরপরাগায়ন হয় কোন উদ্ভিদে?
-অধিকাংশ উদ্ভিদে পরপরাগায়ন হয় । যেমন: ধান, গম, ভুট্টা শিমুল ইত্যাদি
৫.কোন কোন উদ্ভিদে পতঙ্গের সাহায্যে পরাগায়ন হয়?
-সরিষা, তুলসী, অর্কিড, কুমড়া ইত্যাদি
৬.ডুমুরের ফুলের পরপরাগায়নের মাধ্যম কি?
-কাল পিঁপড়া
৭.পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লিখ।
-পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নিম্নরূপ –
-ফুল উজ্জল বর্ণের হয়
-অধিকাংশ ফুলে সুগন্ধ থাকে
-পরাগরেণু আঠালো হয়
-ফুলের গোড়ায় মধু থাকে
-গর্ভমুন্ড আঠালো হয়।
৮.বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লিখ।
-বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নিম্নরূপ –
-সাধারণ, আকর্ষনীয় ও অনুজ্জল বর্ণের হয়
-মিষ্টিগন্ধ ও মধূ থাকে না
-পরাগরেণু খুব হালকা ও সংখ্যায় অনেক বেশি হয়।
-গর্ভমুন্ড পক্ষল বৃহৎ ওআঠালো হয় যাতে বাতাসে ভেসে আসা পরাগরেণু সহজেই আটকে যায়।
৯.বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও।
-ধান, গম, ভুট্টা, তাল ইত্যাদি
১০.কোন কোন প্রাণী পরাগায়ণে সহায়তা করে?
-অনেক প্রানী পরাগায়নে সহায়তা করে যেমন. পাখি, বাদুড়, শামুক ইত্যাদি
১১.প্রাণী পরাগী ফুলের উদাহরণ দাও।
-মাদার, শিমুল, কদম ইত্যাদি
১২.পানি পরাগী ফুলের উদাহরণ দাও।
-পাতা শেওলা, ঝাউঝাঁঝি ইত্যাদি

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোন উদ্ভিদে স্ব পরাগায়ণ ঘটে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-শিম
২.ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে – (১১তম বিসিএস/তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স অফিসার :০৬/মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে প্রদর্শক:০৪/সহকারী থানা পরিবার পরিকল্পনা অফিসার: ৯৮)
-বাতাসের সাথে পরাগ ঝরে পড়ে
৩.ধানের পরাগায়ন কিভাবে হয়? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৬)
-বাতাসের সাহায্যে
৪.যে সব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে সেসব ফুলে কোনটি থাকে? (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং:৯৯/মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯৮)
-তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি
৫.ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রী রেণুর সংযোগ স্থাপনের মাধ্যম – (থানা শিক্ষা অফিসার: ৯৯)
-কাল পিঁপড়া
৬.বাদুড় কোন ফুলের পরাগায়ন ঘটায়? (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রদর্শক: ০৪)
-পাতা ঝাঝি, জংলীকলা, মঞ্জরীপত্র, কোনটিই নয়

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]