Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3379
১.উদ্ভিদের পুষ্টির জন্য অত্যাবশ্যাকীয় উপাদান কয়টি?
-১৬টি।
২.উদ্ভিদের পুষ্টি উপাদান কত প্রকার ও কি কি?
-১০টি। যথা: নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার। এদের খুব বেশি পরিমাণে লাগে বলে এদের ম্যাক্রোমৌল বলে।
৩.মাইক্রোমৌল কয়টি কি কি?
-৬টি। যথা: দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা, ক্লোরিন। এদের খুব কম পরিমাণে লাগে বলে এদের মাইক্রোমৌল বলে।
৪.পুষ্টি উপাদানগুলোর মধ্যে উদ্ভিদ কোনগুলো বায়ু হতে গ্রহণ করে?
-কার্বন ও অক্সিজেন
৫.অবশিষ্ট পুষ্টি উপাদান উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করে?
-মাটি থেকে মূলের সাহায্যে
৬.নাইট্রোজেনের অভাবে উদ্ভিদে কি প্রভাব পড়ে?
-ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতা হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায় ফলে উদ্ভিদের বৃদ্ধি কমে যায়।
৭.ফসফরাসের অভাবে উদ্ভিদে কি প্রভাব পড়ে?
-পাতা বেগুনী হয়ে যায়। মূলের বৃদ্ধি কমে যায় এবং পাতা, ফুল,ফল ঝরে যায়।
৮.ক্লোরোফিলের অনুর উপাদান কোন মৌল?
-ম্যাগনেসিয়াম
৯.পটাশিয়ামের অভাব হলে কি হয়?
-পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চলের সৃষ্টি হয়।
১০.ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়?
-বয়স্ক পাতা প্রথমে হলুদ হয়। পাতার দুটি শীরার মধ্যবর্তী হলুদ হয় । পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়।
১১.বোরনের অভাবে কি লক্ষণ দেখা যায়?
-মূলের বৃদ্ধি কমে যায়, শাখার শীর্ষ মরে যায়, ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয়।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সংখ্যা –
-১৬টি
২.উদ্ভিদের মূখ্য পুষ্টি উপাদান কয়টি?
-১০টি
৩.গাছের খাদ্য তালিকায় আছে –
-N, P, K, S & Zn
৪.উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
-নাইট্রোজেন
৫.উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
-নাইট্রোজেন
৬.পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে?
-নাইট্রোজেন
৭.মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে ধান গাছ কেমন দেখায়?
-পাতা হলুদ দেখায়
৮.ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়ন আছে?
-ম্যাগনেসিয়াম
৯.ক্লোরোফিলের অনুর উপাদান কি?
-ম্যাগনেসিয়াম
১০.কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফূল ঝরে যায়?
-ফসফরাস
১১.নিচের কোনটির অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে?
-ম্যাগনেসিয়াম ও লৌহ

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]