Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3212
১.বস্তু/মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলে-
-পরমাণু
২.বস্তুর ধর্ম ধারন করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম-
--অণু
৩.একটি এটমে কণিকার সংখ্যা কয়টি?
-তিনটি
৪.নিচের কোনটি মূল কণিকা?
-নিউট্রন
৫.কোনটি মৌলিক কোণিকা নয়?
-হাইড্রোজেন পরমাণু
৬.ইলেকট্রন হচ্ছে পদার্থের-
-অতি ক্ষুদ্র কণা
৭.একটি পারমানবিক কণার –
-ওজন আছে, আয়তন আছে
৮.পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?/ পরমাণুর কেন্দ্র গঠিত হয়—
-নিউট্রন ও প্রোটন
৯.নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
-electron
১০.প্রোটনের-
-পজেটিভ চার্জ আছে
১১.কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
-ইলেক্ট্রন
১২.পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে-
-ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
১৩.ঘর্ষন, তাপ, রাসায়নিক প্র্রক্রিয়ায় সহজেই পরমাণূ থেকে নির্গত হয়-
-ইলেকট্রন
১৪.একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ হল-
-1.609X10ᱼ¹9 কুলম্ব
১৫.প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা
-2n²
১৬.কোন পরমাণুর চতুর্থ কক্ষের এলেকট্রনের সংখ্যা-
-৩২টি
১৭.নিউট্রন আবিষ্কার করেন-
-চ্যাডউইক
১৮.হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই?
-নিউট্রন
পদার্থের পরিবর্তন:
-পারমানবিক সংখ্যা (Atomic number) কাকে বলে?
-নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে মৌলের পারমানবিক সংখ্যা বলে। একে Z দ্বারা প্রকাশ করা হয়।
*পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে?
-মোসলে
*কার্বণের পারমাণবিক সংখ্যা ৬- বলতে কি বোঝায়?
-কার্বণের পরমাণুতে ৬টি প্রোটন আছে
*নিউক্লিয়ন সংখ্যা বা পারমানবিক ভর সংখ্যা কাকে বলে?
-নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে একটি পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ণ সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে A দ্বারা
প্রকাশ করা হয় ।
*ক্লোরিনের ভর সংখ্যা ৩৫-বলতে কি বোঝায়?
-ক্লোরিনের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমষ্টি ৩৫।
*প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা N হলে, নিউক্লিয়ন সংখ্যা A=কত?
-A=P+N
*সোডিয়ামের ভর সংখ্যা ২৩, পারমানবিক সংখ্যা ১১ হলে, সোডিয়ামের নিউট্রনের সংখ্যা কত?
-সোডিয়ামের, নিউট্রনের সংখ্যা + প্রোটন সংখ্যা=২৩
প্রোটন সংখ্যা=১১
সোডিয়ামের নিউট্রন সংখ্যা =১২
*ক্লোরিনের ভর সংখ্যা ৩৫, পারমাণবিক সংখ্যা ১৭ হলে , ক্লোরিনের নিউট্রনের সংখ্যা কত?
-ক্লোরিনের , নিউট্রনের সংখ্যা + প্রোটন সংখ্যা=৩৫
প্রোটন সংখ্যা=১৭
ক্লোরিনের নিউট্রন সংখ্যা=১৮

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]