Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3211
*অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কি?
উত্তর: অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নরূপ:
পরমাণু – অণু
১.মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা – ১. মৌলিক ও যৌগিক পদার্থের বেশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা ।
২.পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে । - ২. অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ।
*কে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম অংশের নামকরণ করেন Atom?
-ডেমোক্রিটাস
*বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্র কণিকার নাম কি?
-অণু
*মৌলিক গ্যাসের অণুতে সাধারনত কয়টি পরমাণু থাকে?
-দুইটি
*কোন মৌলিক গ্যাসের অণু এক-পরমাণুক?
-নিস্ক্রিয় গ্যাস
*কোন মৌলের অণুতে দইয়ের অধিক পরমাণু থাকে?
-ওজন (O3), ফসফরাস (P4), সালফার (S8) ইত্যাদি
*2O এবং O2 এর মধ্যে পার্থক্য কি?
-2O হলো অক্সিজেনের দুটি বিচ্ছিন্ন পরমাণু এবং O2 হলো অক্সিজেনের একটি অণু যাতে রয়েছে বন্ধনে আবদ্ধ অক্সিজেনের দুটি পরমাণু ।
*মূল কণিকা কাকে বলে?
-যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মূল কনিকা/ মৌলিক কণিকা বলে ।
*পারমাণবিক কণাগুলোর বৈশিষ্ট্য কি?
-ওজন আছে, অয়তন আছে
*মূল কণিকা কত প্রকার ও কি কি?
-মূল কণিকা দুই প্রকার:
১.স্থায়ী মূল কণিকা
২.অস্থায়ী মূল কণিকা
*স্থায়ী মূল কণিকা বলতে কি বোঝায়?
-যে সব মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে, তাদের স্থায়ী মূল কণিকা বলে ।
*স্থায়ী মূল কণিকাগুলোর নাম কী?
-ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন ।
*অস্থায়ী মূল কণিকা বলতে কি বোঝায়?
-যে সব মূল কণিকা কোন কোন মৌলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে তাদের অস্থায়ী মূল কনিকা বলে । অস্থায়ী কণিকা সৃষ্টির সাথে সাথে অন্য কনিকায় পরিনত হয়।
*অস্থায়ী মূল কণিকার উদাহরণ দাও?
-পাইওন, মিউওন, নিউট্রিনো, মেসন প্রভৃতি।
*পরমাণুর নিউক্লিয়াস কি?
-পরমাণুর একটি কেন্দ্র থাকে যার নাম নিউক্লিয়াস ।
*পরমাণুর নিউক্লিয়াসে কোন মৌলিক কণাগুলো থাকে?
-নিউট্রন ও প্রোটন
*ইলেকট্রন কোথায় থাকে?
-ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে এবং তা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে ।
*মৌলিক কণিকাগুলোর চার্জ কিরূপ?
-ইলেকট্রন- ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন- ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন- চার্জবিহীন।
*পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন?
-পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান।
*’নিউট্রন’ নামের তাৎপর্য লিখ।
-আধানবিহীন হওয়ার কারণেই এর নামকরণ করা হয়েছে।
*ইলেকট্রনের প্রকৃত আধান কত?
--1.60X10ᱼ¹9 Coulomb
*প্রোটনের প্রকৃত আধান কত?
-+ 1.60X10ᱼ¹9 Coulomb
*ইলেকট্রনের আবিষ্কারক কে?
-থমসন
*প্রোটনের আবিষ্কারক কে?
-রাদারফোর্ড
*কে নিউট্রন আবিষ্কার করেন?
-চ্যাডইক
*ইলেকট্রনের আসল ভর কত?
-9.11X10ᱼ²8 g
*প্রোটনের আসল ভর কত?
-1.673X10ᱼ²4 g
*নিউট্রনের আসল ভর কত?
-1.675 X 10ᱼ²4 g
*কোন মৌলিক কণিকার ভর সবচেয়ে কম?
-ইলেকট্রন
*কোন মৌলিক কণিকার ভর সবচেয়ে বেশি?
-নিউট্রন
*কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই ?
-হাইড্রোজেন
*ঘর্ষণ, তাপ, রাসায়নিক প্রভৃতি সহজেই পরমাণু থেকে কোন মূল কণিকা নির্গত হয়?
-ইলেকট্রন
*মৌলের ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা নির্ণয়ের সূত্র কি?
-কোন শক্তিস্তরের সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে । (n=শক্তিস্তর)
১ম শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা=2n²=2X1²=2
২য় শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা=2n²=2X2²=8
৩য় শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা=2n²=2X3²=18
চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা=2n²=2X4²=32

    ১.দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের –ভিত্তি ২. […]

    ১৬.বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্ম[…]

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশাসন ব[…]

    প্রকৃত নামঃ গন্ধর্ব নারায়ন মিত্র জন্মঃ ১০ এপ্রিল[…]